স্বপ্নে বিভোর এই নিষিদ্ধ লোবান
এক উন্মাতাল হাওয়ায় ভেসে যায়
সুগন্ধ ছড়ানো রাত
হারিয়ে যাওয়া নিকষ কালো অন্ধকার
প্রতিকূল ঢেউয়ে ভাসে দূরের সমুদ্র।
জনমে জনমে বেজে চলা বাঁশি সুর তুলে যায়
বেদনার রঙে
অদ্ভুত বিকেলে স্বপ্নদেখা
পাখিদের কোলাহলে, সন্ধ্যার মেঘেরা
বিচ্ছেদের রেখা টানে, দূরে হাঁটে খেয়ালি পথিক
কিভাবে চলবে পথ নীড় ভাঙা পাখি
যদি তুমি চলে যাও অতি দুর সমুদ্দুর?
চারদিকে হাহাকার,
ঝড় ওঠে দূরের সমুদ্রে, নেই কোন বৃষ্টির আভাস।
এভাবে চলে যেতে হবে যেখানেই থাকুক সে।
মন্তব্য