প্রশ্নবোধক
তোমাকে হারাবার পর
সমুদ্রের উথাল পাথাল ঢেউ বইছে বুকের ভেতর
যেন তোমার তাণ্ডবে লণ্ডভণ্ড চারপাশ।
ক’দিন এসব দেখে লোকে বললো,
ভালোবেসে হারালে সবই৷ এখন জীবনের কাছে যাও৷
অর্জন করো, ভালোবাসো৷
এখন জীবনের কাছে যেতে ভয়,
ভালোবাসতেও তাই৷
তোমাকে হারিয়ে তাও বেঁচে আছি
জীবন হারালে, বেঁচে থাকা যায়?
বেঁচে থাকার কবিতা
তোমাকে ভালো লাগে,
শুধু এটুকু ভাবলেই মনে হয়
পৃথিবীতে বেঁচে থাকা সুন্দর!
ভোরের আলো ফুটলেই জীবিকার টানে
যেভাবে ছুটে শহুরে মানুষ,
সূর্যের চারপাশে ঘুরতে থাকা পৃথিবীর মতো
তোমার পিছু ঘুরছি
বেকার যুবকের চাকুরি পাওয়ার মতো
রাত জেগে জেগে দেখছি তোমাকে পাওয়ার স্বপ্ন
তোমাকে কখনো পাব না জানি
তবুও বারবার নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীর মতো
একাগ্রচিত্তে চাইছি জীবনভর
কেবলই ভালোই লাগে তোমাকে,বেশি কিছু নয়
শুধু এটুকু ভাবলেই মনে হয়
পৃথিবীতে বেঁচে থাকা, মায়ের হাসির মতো সরল সুন্দর৷
একদিন সবকিছু ঠিক হয়ে যাবে
এ কথা শোনার পর সবকিছু ঠিক হতে হতে
কেটে যাবে অনন্ত যীশুখ্রিস্টকাল
এর মাঝে অজস্র যুদ্ধ শেষ করে
আমরা মহাযুদ্ধের প্রস্তুতি নেব
সদ্য প্রাক্তন হওয়া প্রেমিকার মুখ
মৃত্যুর সাথে তুলনা করবো কিছুদিন
কেবল ভুলতে পারাকেই মনে হবে নবজন্ম
আর মৃত্যুকেই মনে হবে রেনেসাঁস
ভুলতে গিয়ে বারবার করে মনে করে নেব তোমাকে
যুদ্ধ বিদ্ধস্ত দেশে
ধীরে ধীরে গড়ে উঠা বাহারী দালানের মতো
আমার হৃদয়ে তিলে তিলে বেড়ে উঠবে তুমি
জীবন সন্ধ্যাকাশে শুক্র গ্রহের মতো জ্বলজ্বল করবে তোমার রঙিন আভা
তখনও মনে হবে, তুমি বলেছিলে-
একদিন সব ঠিক হয়ে যাবে৷
চলে গেলে
আমি চলে গেলেও
তুমি খুঁজে পাবে নতুন আকাশ
সেখানে মেঘের মতো উড়বো
আমাদের দেখা হয়ে যাবে
ঘৃণার সময় প্রাক্তন নয়, মানুষ পরিচয় দিয়ো
খুঁজে পাওয়া নতুন আকাশে,
আমার নরম রোদটুকু নিয়ো।
এতো যে যাবার কথাই বলো?
কাঁটাতার পেরিয়ে পেছন ফিরে তাকিয়ো
আমাকে ভুলে অন্য বুকে-পুনর্জন্ম নিয়ো।