এই শহরে
এই শহরের অসমাপ্ত গল্পগুলো
কখনো বলা হয় না—রয়ে যায় পুরনো দেয়ালে
শ্যাওলা ঢাকা ইটের নীল ফাঁকে-ফাঁকে—
নিস্তব্ধ রাত্রির দেহে বরফশীতল সব গল্প,
থেকে যায় চিরকাল—অচেনা-অজানা
. হাজার তারার ভিড়ে।
বহুদিন খোলা হাওয়া এসে বন্ধ করেনি জানালা,
শুকনো পাতারা উড়ে এসে ঢুকে পড়েনি উঠোনে
নিঃসঙ্গ পাখিটির ঠোঁটে জলকণা পড়েনি তেমন…
দেখা হয়নি প্রান্তর—কাশফুল-নদী
চার দেয়ালে রয়েছি—আমি যেন দণ্ডিত আসামি।
তবু—ভালোবেসে
বেঁচে থাকি এই শহরের অসমাপ্ত গল্প নিয়ে।
নিঃশব্দ ঘুনপোকা
সাজানো এই ঘরে এলো যেই অশান্ত ঝড়,
হঠাৎ যেন হয়ে গেলো আপনজনও পর।
তুমি, তোমার স্মৃতি এবং কষ্টগুলো সব,
বুকের ভেতরে চেপে রাখা ব্যথার অনুভব।
মৃদু আলোয় বাতি জ্বলে, চেনা বিছানায়,
সবই পরিপাটি কিন্তু কি যেন আর নাই।
দেয়ালের ওই ছবি-টিভি চুপিচুপি কাঁদে,
শুয়ে আছি অভিমানে, পড়েছি কোন ফাঁদে।
তোমার দেহের ঘ্রাণ আমাকে পাগল করে রোজ
কোথায় গেলে পাব বলো প্রিয় তোমার খোঁজ?
নিঃশব্দ এক ঘূনপোকা আজ কুরে কুরে খায়
তোমার ফেরার পথের দিকে সময় কেটে যায়!
অনুতাপ
আমাকে তুমি অনন্ত অভিশাপ দাও
সেই সব অভিশাপে তুমি সুখী হও।
কালো মেঘে ঢেকে যাক পৃথিবীর আলো
তবু তুমি চিরকাল আমারই রও।
আমি অনুতপ্ত—আমি ক্ষমা চাই প্রিয়
শুধু একবার এসে করে যাও ক্ষমা
রোমান্স ভরা নিশিথ রাত্রি যদি আসে
আবারও আমাকে ডেকো—‘এসো প্রিয়তমা’।
জীবন সুতোর টানে আমরা দুজন
চিরকাল যেন থাকি বসে মুখোমুখি
অনুতাপে-অনুতাপে আমি যদি পুড়ি
তুমি এসে কাছে টেনে কোরো প্রিয় সুখী।