এই তো জীবন
আমি ক্ষয়িত পাথর। তবু,
ক্ষুধার্ত শাবক অথবা বাঘের মতন
মিছিল করি না রাজপথে।
জোয়ারের জলে নয়, থেমে থাকা ঢেউয়ের সাথে
মিতালি করি। ভালোবাসা ভেঙে ভেঙে প্রাচীর গড়ি,
জীবনের অর্থ খুঁজি, যেখানে জীবন পাল খুলে
একাকী দাঁড়িয়ে।
প্রসবব্যথায় অস্থির রোগীনির পাশে
নীরবে দাঁড়িয়ে থাকি,
খুঁজে ফিরি সান্ত্বনার ভাষা।
কর্মব্যস্ত মানুষের সাথে প্রতিদিন
প্রতিযোগিতা করি। ঘরে ফিরে ঘাম মুছি
তাড়া খাওয়া হরিণীর মতো।
আমি পিপাসিত। ফটিক জল ফটিক জল বলে
মিছিল করি না রাজপথে তবু,
সময়ের হাত ধরে এভাবেই বেঁচে আছি
এই তো জীবন প্রভু, এই তো জীবন।
পরপারে সুখে থেকে
তোমার মৃত্যুর মিছিলে হাজারো মানুষের ভিড়
তুমি তো নির্বাক, শান্তির বিশ্রামে মগ্ন ছিলে
কষ্টের পাথর বুকে চেপে কেউ নির্মম সত্যকে
মেনে নিয়ে চলে গেছে নিজের নিলয়ে,
তোমার কাছের মানুষের হারানোর যন্ত্রণার ধ্বনি
আকাশে বাতাসে মাতম তুলেছে, বেদনায় ভরে
গেছে তোমার উঠোন, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে
হামাগুড়ি খেলছে তোমার স্মৃতির প্রতিটি অনুকণা।
তুমি নেই ভাবতেই শিহরিত হয়ে যাই
শরীরের লোমগুলো মাথা তুলে
আমাকে জাগিয়ে তোলে, আমি হতবিহ্বল
বাকহীন মানুষের মতো নিজেকে সামলে নিতে চাই
পারি না, তোমাকে কী করে বলো ভুলে যাবো?
স্বপ্নের আলোয় খেলতে খেলতে
তোমার স্মৃতির বধ্যভূমিতে একাকী ঘুরতে থাকি
চোখের কোণায় জলের উজ্জ্বল আভা
আমার কপোল ভিজিয়ে ফেলে
বিধির বিধান মেনে নিতে হয়, মেনে নিতে হবে
আমিও তোমার স্মৃতির চাদর মুড়ি দিয়ে
ফিরে আসি, হেরে যায় বাস্তবতার কাছে
অস্ফুট উচ্চারণ করি, পরপারে সুখে থেকো তুমি।
ভালোবাসা
বুকের জমিনে মাথা রেখে দেখো
শব্দের মিছিলে তোমাকে ভালোবাসার নিরন্তর
আহ্বান, উল্কা বৃষ্টির মতন ঝরে পড়ছে,
তোমাকে পাবার তীব্রতা উৎসাহ হয়ে
প্রতীক্ষা প্রহর গুনছে।
তুমি ফিরে গেলে ভালোবাসা মিথ্যে হবে,
অকালে ঝরবে মিথ্যার বেসাতি
অভিমানী ভেবে বেদনার কাঠগড়ায়
মিথ্যে আলোয় একাকী হাঁটবে,
তুমিহীন ভালোবাসা একান্ত আমার করে
দূরে চলে যেও না।