হায়ারোগ্লিফিক্স-সিন্ধুলিপিতে নয়, বাংলায় মিলল এ কথামালা
আপনি তো ঈশ্বর।
—আপনি তো ঈশ্বরের সাক্ষাৎকারই নিতে এসেছেন, না কি!
ইর্ষা ছাড়া নারী, হাসি ছাড়া আপনি, কিন্তু সব্যহাসি মুচকিতে
ফ্রিজ, দাঁতে সমস্যা, মুখে গন্ধ?
-গো-এষণা! আমাকে নিয়ে!
কৌতূহলে আসক্তি, অনুসন্ধানে অদম্য, সত্যে প্রত্যয়ী-উৎসর্গীত
—উপঢৌকন, গুরুদক্ষিণা
পৃথিবীর সব লিপস্টিক কারখানা, স্বর্ণখনি গ্রহণ করুন
—লিপস্টিক-স্বর্ণ! কান টানলে মাথা আসে বলে (মুচকি হাসি)!
বাবার ডায়েরি পড়েছি, আমি অভিশপ্ত-ইডিপাস?
তুমি কি বলো?
আমি-তুমিতে ইনডেমনিটি, তাহলে হোক মুচকি হাসির সূর্যোদয়
—বিয়েগ্রস্ত মানুষেরা যেদিন আবিষ্কার করলো ‘কবুল’, শরবিদ্ধ
হলো ঈশ্বরের ‘বেনী আসহকলা’ হাসি। রঙ্গমঞ্চের হাসি-কান্না
দুঁদে হাসির ঈশ্বরকেও, হারাতে-হারাতে-হারাতে করল ফ্রিজ
ধারাপাত ভুলে, আকাশের মতো রং বদলায় বিবাহিত
মানব-মানবী, মুচকি হাসির ক্লীবতায় ঈশ্বর খোঁজে আলীবাবার চাবি
তারপরের পৃষ্ঠাগুলোর পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি
মন্তব্য