হেঁটে আসি চলো প্রত্নরোদ্দুরে—মাথার ওপরে উড়ছে যে চিল, তার ডানায় জন্ম নেওয়া ছায়া সরে যেতে দাও—সমুদ্রে ভেসে ওঠা মাছ তার সুস্বাদু ঠোঁটের আলিঙ্গন পেতে চায়—
আজ, সমুদ্র ও পাহাড়ের গোপন সম্পর্ক নিয়ে কথা হতে পারে—বুকের বাষ্প দিয়ে কেন সে পাঠায় রোজ মেঘ-উপহার—আর ওই পাহাড়, নদীর তরলে কেন-বা পাঠিয়ে দেয় ক্ষরিত হৃদয়—
চলো, হেঁটে আসি প্রত্নরোদ্দুরে—জেনে আসি, এই সব কেবলই ছায়া ও রোদের ইতিহাস—আর পৃথিবী, সে তো সম্পর্কের সুতোয় বোনা এক অদৃশ্য জাল—
মন্তব্য