অন্ধকার
তবু মৃত্যুগুলো বার বার আসে,
খুঁচিয়ে খুঁচিয়ে খায় আমার ভেতরে জমে থাকা গোস্ত,
আর জ্বালিয়ে দেয় আমার কোমল কোষগুলোকে!
মাটির পৃথিবীতে তবু অব্যাহত থাকে,
জন্মান্তরবাদের নিরলস এক প্রচেষ্টা!
কেউ কেউ মজুদ করে রাখে,
পৃথিবীকে দশবার ধ্বংস করে দেওয়ার মতো আগ্নেয়াস্ত্র!
ইচ্ছে হলে
ইচ্ছে হলে ডাকতে পারো,
সময় করে আসতে পারো,
একটু ভালো বাসতে পারো।
ইচ্ছে হলে বলতে পারো,
হাতটি ধরে চলতে পারো,
দু’চোখ ভরে দেখতে পারো।
একটা চিঠি লিখতে পারো,
আবেগটাকে চাইতে পারো,
জড়িয়ে ধরে কাঁদতে পারো।
নীল শাড়িটা পরতে পারো,
বুকের মাঝে রাখতে পারো,
আঁকড়ে ধরে বাঁচতে পারো।
আমার আরও এক জন্মের দরকার হবে
আমার আরও এক জন্মের দরকার হবে।
এ জন্মের সমস্ত পাপ আর ঘৃণার পাহাড় থেকে,
আজন্ম থেকে যাওয়া কোনো এক ক্রীতদাসের,
মাথা উঁচু করে মৃত্যুর জন্য হলেও
একদা ইশ্বর আমার শরীরের সমস্তজুড়ে দিয়েছিল,
শক্তির নগ্ন দেবতা,
থলথলে মাংসপিণ্ড,
জরায়ুর ভেতরে আছড়ে পড়া দ্রোহ
আর প্রেমের আশ্চর্য কম্বিনেশন!
তবু আমি বার বার হার মেনেছি,
নিজের পচে যাওয়া বাসি রক্ত খেয়ে,
কাটিয়ে দিয়েছি অসংখ্য নির্ঘুম রাত।
বার বার মাথা নত করে,
উলঙ্গ নর্তকীর মতো
সঁপে দিয়েছি আমার সমস্ত জীবন…
মৃত্যুর ভয় তাড়া করেছে সমস্ত পথজুড়ে,
এমনকী অন্তিম মুহূর্তে এসেও
মৃত্যুর দেবতার সামনে,
আমি কোনো বিদ্রোহ করতে পারিনি।
কেবল মাথা নিচু করে,
উন্মাদের মতো মৃত্যুর যন্ত্রণা উপভোগ করেছি।
আমার আরও এক জন্মের দরকার হবে,
আমার মরে যাওয়া সমস্ত কোষের বিরুদ্ধে,
এক ঐতিহাসিক বিদ্রোহ ঘোষণা করার জন্য হলেও!
অথবা নরম মাংসের ঘ্রাণে,
সহসা প্রাণ ফিরে পাওয়া কোনো এক আদিম মাংসাশী তরুণের,
বাড়িয়ে দেওয়া হিংস্রতার থাবা থেকে,
মুক্ত হওয়ার জন্য হলেও,
আমার আরও এক জন্মের দরকার হবে,
ভীষণভাবে!