আয়ুরেখা
আয়ুরেখা ধরে হেঁটে গেলে পৌঁছে যাই তোমার ঠিকানায়।
কী এমন কম্পন এসেছে পৃথিবীতে, এই যাত্রাকে মুছে ফেলে!
গণিতের চিহ্ন পাল্টে দিলে নিয়তি পাল্টে যাবে ভাবো কেন?
জানোই তো, সময় এক আশ্চর্য অঙ্ক।
দাঁত
মাথাভর্তি ক্ষুধা
ক্রমশ জগিয়ে উঠছে চাহিদার হাত
শাপ হয়ে নেমে আসছে
মুখের ভেতর জিহ্বাটা গিলে নিলো ওই
গলা বেয়ে স্তনবোঁটা ফুটে
বেরিয়ে এলো যে, তার চোখে আগুন
আমার পোড়া কয়লায়
তার দাঁতগুলো শরৎ।
আপেক্ষিক
কেউ কেউ গড়িয়ে যায় জলের ধারায়…
তুমি এক জোরালো সংক্রামক
শেকড় থেকে মাটির দূরত্বে বসবাস আমাদের।
সমীকরণে নোনতা কিছু ক্ষার।
যোগ আর বিয়োগের জালে সাতটি নদীর শূন্যতা।
তবু বিষণ্ন এই কোকড়ানো আড়াল;
অধিক মৃত্যু ছড়িয়ে দেয় রক্তে।
জল কি জানে কে কখন শুষে নেবে তার বাতাস!
আর মানুষ বাতাস অধিক আপেক্ষিক।
মন্তব্য