সহোদর বিষয়ক মিথ
কল্পনার বাতাসে হাঁসের পালক বুনে
আমরা ব্যাডমিন্টন।
বাড়ি থেকে বেরিয়ে যতটা অনুমতি
ততটাই কোর্ট।
সহোদর ভুল করে পোষা কবুতরের
ওপর চালিয়ে দিত ব্যাট;
খুব আফসোস হতো মার।
তাই মনে হয় সহোদর এখন
সুদূর প্রবাস।
পাশ ফিরে শোয়া
পাশ ফিরে শোয়ার সময়গুলো
পেছনে ফেলে যে সব রাত
এগিয়ে গেছে ম্যাচুরিটির দিকে;
সেখানে একটি পাখি,
সেখানে দুইটি পাখি।
তারপর কিচির মিচির,
তারপর কিচির মিচির।
মধ্যবয়স্ক শ্বাসের সম্মুখে
বহুবিদ নদী-
আগলে রাখে পাখিদের,
আগলে রাখে কিচির মিচির।
ঝরে পড়ার পূর্বে
শ্বাসে-নদীতে শখ্য।
ঝরে পড়ার আগে নদীতে-শ্বাসে
পরস্পরের নির্ভরতা।
পাশ ফেরা!
মুখোমুখি ওম ভাগ করো
পাখিদের উড়ে যাওয়া অবধি, নতুন
কিচির মিচিরে রাতের নিস্তব্ধতা খান খান
হয়ে না পড়া অবধি।
মন্তব্য