আলোকপ্রাপ্তির কথা
আলো চাই
আলো দাও
এত বেশি করে কেন পাই
বলে যাও
আলো চাই
আলো দাও
সুখে আজ বুক আইঢাঁই
তবু নাও
আলো চাই
আলো দাও
কোনোখানে ঠাঁই নাই
কে ভরাও?
আলো চাই
আলো দাও
আছ তো সবাই?
কে জানাও?
আলো চাই
আলো দাও
তবে সবই কি বৃথাই?
জেনেছ কী পাও?
কবিতারা পারে
কবিতারা মরে
কখনো বা নড়েচড়ে
বেলাবেলি পড়ে যায় ঝরে
হাঁটুজল হরেদরে
সরাসরি নব কলেবরে
দেখা দিতে পারে
গ্লানিময়তারই অবসরে
কবিতারা পারে
ক্লেদাক্ত জঠরে
কিছু কিছু ঋণ রেখে দিতে বারেবারে
আকাশকুসুম ঠাসা গড়ে
কোনো এক অতিচেনা সরে
কবিতারা ভাঙে
নতুবা নতুন করে গড়ে
কবিতারা পারে
স্বপ্নের এধারে ওধারে
কলঙ্ক সমাহারে
ছেঁড়া ছেঁড়া তারে
কিছু কিছু কথার বাহারে
চরাচরহীনতার ভারে
কবিতারা আরে-ঠারে
কমে আর বাড়ে আর ক্রমাগত হারে।
মন্তব্য