আমার স্টেশানের নাম কদমতলা, আমি একা হলে একবার এখানে এসে দাঁড়াই, হাতে সিগারেটের বদলে থাকে কদমগাছ থেকে ঝরা কোনো শালিকের পবিত্র পালক! দুঃখ পেলে এবং বুকে গভীর অভিমান জমে বরফ হলে আমি কদমতলা স্টেশানে দাঁড়াই। এখানে শালিকেরাই ট্রাফিক আর তাদের কুঝিক ঝিক আওয়াজগুলোই সংকেত চলে যাওয়া বা ফিরে আসার! এখানে চুপিচুপি আসে গভীর কথার মালা সাজিয়ে হিমেল হাওয়া আর আসে ঈশ্বরের প্রিয় ঘাসফড়িং এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ ইচ্ছের মতো বর্ণিল প্রজাপতি।
কদমতলার ভোর পকেটে নিয়ে তোমাদের লেনদেনের শহরে এসে আমি বোবা ও অন্ধ! আমার ভেতর একই সঙ্গে হাহাকার করে অজস্র শালিক এবং বর্ষণ স্নাত কদমফুল! আমার পরিচয়, বংশ, নাম নিয়ে কদমতলা স্টেশান শহরের আড়ালে ছাতা হয়ে দাঁড়িয়ে আছে যে শুধু ভালোবাসবে এই ছাতাটা তার!
মন্তব্য