সপ্রেমী মানুষ
চেক-আউটে দাঁড়িয়ে আছে
কিছু মানুষ, কিছু শাবক-অস্থিরতা নিয়ে
তাদের চোখগুলো স্থিরতার সংজ্ঞা হারিয়ে ফেলেছে
একটি শিশু মা’য়ের কাপড় ধরে টানছে
ক্লান্তিতে মেঝেতে গড়াগড়ি করছে আরেকটি শিশু
অন্যরা শপিং কার্টে ঝুলছে;
পণ্যদ্রব্যাদির পাশে
প্রয়োজন বা চাহিদা যাই হোক
দুটোই নোঙর ফেলা জীবন টেনে নিয়ে যায় সামনে
কেউ কি বিষ খায় কারও মরে যাওয়ায়?
চেক-আউটে দাঁড়িয়ে আছে
সামারের চোখে দৃষ্টি ফেলা একদল সপ্রেমী মানুষ।
আকাশকে দেখি পুরুষের ভূমিকায়
আকাশটাকে আমি দেখি পুরুষের ভূমিকায়
যেখানে প্রেম, শূন্যতা, রাগ, ক্ষোভ
ত্যাগ, সমঝোতা
আর দায়বোধ জড়িয়ে থাকে নীলে
মেঘেদের গাল ভার করা অভিমান অভিযোগ
বজ্রপাত
কিংবা ঝরে পড়া বৃষ্টির ফোঁটায়।
যে আকাশ পুরুষটা রোজ দিয়ে যায় সূর্যের তাপ
সোনালি রোদ
ভোরের কিরণ
খরায় ফাটা জমিতে স্যাঁতস্যাঁতে ঘ্রাণ
আর্দ্রতা
তাকেই দেখি কখনো ঝড়ের তাণ্ডবে
ধ্বংস করতে চায় প্রকৃতি ও পৃথিবীর আকার।
আকাশটাকে আমি দেখি পুরুষের ভূমিকায়
কখনো শক্তিশালী
বিশালতায় উন্মুক্ত প্রাণ
কখনো বা ভয়ানক নিষ্ঠুরতার প্রতীক।
মৌমাছি পাশ কাটিয়ে যায়
গাড়িগুলো ছুটছে বিরতিহীন
শহরকে দাপিয়ে
শব্দেরা আমাকে ছুঁতে পারে না
আমি শুনছি পাখিদের গান
একটি মৌমাছি সবে পাশ কাটিয়ে গেলো
গুনগুন করে অভিযোগ রেখে গেলো
তাকিয়ে আছি পথের ফাটলের দিকে
ভাঙা সংসার
ক্ষয়প্রাপ্ত মন
সততা বাজি রেখে জীবনের চাকা ঘুরানোর
কৌশল
দেখছি তাদের খুব করে
গাড়িগুলো ছুটছে বিরতিহীন
আমি তখনো বসে আছি পাথরের দেয়ালঘেঁষে।
যাত্রা
আমার যাত্রা-সামনে বাড়ার সম্ভাব্য এক পথ,
যেখানে সমস্ত পথ একই পদধ্বনি তোলে
পাহাড়, উপত্যকা এবং বাঁকের মধ্য দিয়ে
এ যাত্রা-জীবনকে প্রসারিত করে।
আমার যাত্রায় প্রতিটি পদক্ষেপ- একটি নতুন দর্শন
তৈরি করে
একটি নতুন গল্প, নতুন কাহিনি বলে যায়
আনন্দ বা দুঃখ, উভয় নিয়েই ভবিষ্যতের
মুখোমুখি হই।
এ যাত্রা-শুধু একটি পথ নয়
আমার স্বপ্নগুলিকে তাড়া করার, পথ খুঁজে পাওয়ার
একটি আবিষ্কার।
একটি ধাপ থেকে মাইল দূরে, এ যাত্রা দেখায়
আমি কে
কতটা আত্মবিশ্বাসী বা ত্যাগী।
যাত্রা-মানেই জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া
যাত্রাপথ- শেষ অবধি আমার সাথে হাঁটে।
ধুলোরা গল্প বলে
আমার সম্মুখ পথ-ধুলোময়
প্রতিটি পদক্ষেপে ধুলোদের গর্জন আমাকে
অভ্যর্থনা জানায়।
সামনে বাড়তেই ধুলো আমার হাঁটু কামড়ে ধরে
রুষ্ট সূর্য আমার ত্বক কালচে করে দেয়
বায়ু-শুষ্কতা নিয়ে ঘন হয়, চুলের বাঁধন খোলে দেয়।
ভীত আমি কিছুক্ষণের জন্য থেমে যাই
বাতাসের নিঃশ্বাস নিতে গেলেই ধুলোগুলো
নেচে ওঠে
প্রতিটি পদক্ষেপের সাথে, একটি গান রচনা করে।
রাস্তা দীর্ঘ, গন্তব্য জানা নেই
প্রতিটি পদক্ষেপে আমার পা দুটো আটকে যায়
ধুলোর সাথে
তারপর তারা খিলখিলিয়ে হেসে ওঠে
একটি পুরানো গল্প বলতে শুরু করে, যেখানে
কারও জীবন বিপন্ন হয়েছিল কোনো এক গ্রীষ্মের সকালে।
আমি কান পেতে শুনি ধুলোদের গল্প
প্রতিটি পদক্ষেপের সাথে, এক একটি নতুন গল্প
একটি ইতিহাস-যা ধুলোরা জন্ম দিয়েছিল।