আঁধার
রোজ ভোরে ডাকবাক্স থেকে চিঠি চুরি হয়ে যায়
একদিন ডাকবাক্সটিও চুরি হয়ে যায়
তার কিছুদিন পর
চোরকেও কেউ একজন চুরি করে নিয়ে গেলো।
নিরুত্তর অন্ধকার, অন্ধ আলো ও বোবা সময়
তোমরা কি আমায় বলতে পারবে-
বড় চোরের দেখা কোথায় পাওয়া যাবে!
দ্বন্দ্ব
দূর বনের ছায়া হেঁটে এসেছে আমাদের বাড়িতে
ছায়াঘন এই জীবন মায়াময়।
নীরব প্রেমের সঘন ছায়া এভাবে আসে!
নিঝুম অন্ধকারে ছায়ারা কোথায় থাকে?
কিংবা আলোর সাথে অন্ধকারের কেন এত দ্বন্দ্ব?
তবে কি জোছনা আলো ও অন্ধকারের মাঝামাঝি কোনো সমাধান-
সঘন প্রেম।
জীবনের আলো ও অন্ধকারের মাঝে ছায়াই নীরব প্রেম
যে প্রেম মায়ের আঁচলের মতো পবিত্র।
বৃত্ত
মহাকাশের অন্ধকারে নক্ষত্র যেন জোনাক হয়ে জ্বলে
যেভাবে তুমি ও আমি জীবনের অভিজ্ঞানে আলো হয়ে যাই।
জীবন-তোমার অস্ত হলে
দেহ আগুনে পোড়ালেও কষ্ট হবে না
কবরে পচালেও না!
জানি-অনুভূতিহীন নিথর দেহ ক্ষয়ে যাবে আঁধারে
তবুও বৃত্তে ঘুরি, বৃত্তে হাসি, বৃত্তেই কাঁদি।
হয়তো বৃত্ত আঁকতে হলে কেন্দ্রে ফিরে যেতে হয়
কেন্দ্র তুমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম
তবুও বৃত্ত তোমায় ছাড়া অচল-অতল-শূন্য।
কেন্দ্র তুমি আমার জীবন
তুমিই আমার মরণ-তুমিই প্রকৃতি।
অভিঘাত
পশ্চিম দিক থেকে একটি মিছিল পূর্বদিকে ধেয়ে আসছে
এই মিছিলের কোনো শব্দ নেই
কোনো পদযাত্রা নেই
এমনকী মিছিলের কাউকে দেখতেও পাওয়া যায় না।
তবুও টের পাই মিছিলটি ধেয়ে আসছে
যেভাবে পশ্চিম দিগন্তের অস্তগামী সূর্য-
রাতের অন্ধকারে নীরবে নিভৃতে পূর্ব দিগন্তে উদিত হয়।
কবিতা যেভাবে পবিত্র হয়ে ওঠে
সেভাবে মিছিলটিও ছড়িয়ে যাচ্ছে
তোমার হৃদয় থেকে আমার হৃদয়ে
আমাদের হৃদয় থেকে তোমাদের হৃদয়ে।