দর্পণ
আমি একটি মাকড়শা
নিরন্তর তোমার হাসিমুখ বুনে বেড়াই।
আমি একজন সুদক্ষ শিকারি-ও বটে
সুখের ধনুক বাঁকিয়ে
যে তোমার দুঃখের বিহঙ্গে আনন্দ ছুড়ে দেয়-
ম্লানমুখ শিকার করি।
অলীক শ্রাবণ
যতদিন
ভেতরে প্রাণ আছে
তোমাকে বয়ে বেড়াতে হবে
আমার আত্মার জন্মদাগ।
সেই যে তুমুল শ্রাবণ ডেকে
নিমেষেই হলে বিরানভূমি
সেই থেকে কৈ মাছের মতো তোমার দিকে এগুচ্ছি—
নিচে ধু ধু বালির সাগর,
ওপরে ক্ষুধার্ত রোদ,
চারদিকে জলের আকাল…
তোমার চলে যাওয়ার চরণছাপ
গোগ্রাসে গিলেছে ভালো থাকার রাজহাঁস
আনন্দের বুকে আমূল ঢুকেছে স্মৃতির ছুরি।
চুম্বনপ্রশিক্ষণ
. ধুর ছাই!
চুমুর সাথে আলতো করে
. নরম একটা কামড় চাই!
. ধুত্তুরি ছাই!
. এইভাবে না
. ওইভাবে—
. আস্তে ধীরে!
. একটু নিচে!
. এইখানে না!
. ওইখানে!
মন্তব্য