কোন্ বনে এসে পড়লাম—
যেখানে বুনোশুয়োর ও খাটাশের রাজত্ব চলে
শজারুর হাঁটাহাঁটি ও ভুজঙ্গ উড়ে
. কাঠবিড়ালী পালায় পালায়
ডানাওয়ালা ঈগল ঈর্ষা নিয়ে দূর থেকে আসে
হিংসা-বিষ নিয়ে দংশন করে কীট
আকাশেও কুড়ুলে ও পেঁজামেঘ নাচে
এইখানে আমি
. —দুমড়েমুচড়ে পড়ি!
আমলকি বনে—
অশ্বরক্ষকেরা ঘোড়ার বদলে নিজেরাই হ্রেষাধ্বনি দেয়,
অরণ্যনিবাসে—
দমকল বাহিনীর লেকেরা আগুন না নিভিয়ে
. নিজেরা আগুন ছড়ায় দিগ্বিদিক,
বানপ্রস্থাশ্রমে—
চিকিৎসকেরা চিকিৎসার বদলে
ক্ষতিকর অনুজীব ছড়ায় রোগীর দেহে,
অভয়ারণ্যে—
শান্তিরক্ষীরা শান্তির বদলে
. নিজেরা অশান্তির কারণ হয়ে ওঠে!
আমি বনমল্লিকাকে খুঁজতে এসে
এখন কোথায় এসে পড়লাম—
. শ্বেতকরবীর পাচ্ছি না কোনো খোঁজ
সেবন্তীরও দেখা নেই!
স্বপ্নের দু’চোখে পিঁচুটি জমেছে বেশ
চোখের রেটিনা নষ্ট হবে বলে মনে হয়
টুটপেস্ট তো দাঁতের গোড়ায় লাগছে না—
. শুধুই চালাকি ও কূটকৌশল!
লেজওয়ালা পাখি কাকাতুয়া কাছে আসে
তার লেজ ধরে কি পালাবো?
কার জন্য কতটুকু ভরসার স্থল হয়ে উঠি আমিও
. জলে-স্থলে-বনে?
আমিও বুনোফলের লোভে—
অদৃশ্য বনবিবির গুণগান গাইতে গাইতে
যুক্তি-বুদ্ধি-জ্ঞান—প্রজ্ঞা ও বিবেক বর্জন করে
বিশ্বাস স্থাপন করি কিসে?
শেষমেশ আমিও বনহত্যাকারীদের সাথে মিশে যাই!
. স্ববিরোধী হই—বনে থিতু হই!
আমারও জীবনাচরণ—
কত বৈপরীত্যের সমষ্টি হয়ে ওঠে!
বনপালকের বেশে—
এখন আমিও হরিণ-হরণকারী হয়ে যাই
হিংস্রতা ছড়িয়ে দিয়ে
. শীতের শিশির নষ্ট করি—
শক্তিমত্ততায় কাণ্ডজ্ঞান হারিয়ে শুধুই নিজের ভাণ্ড ভরি।
অন্ধকারে কুপি-লণ্ঠনের আলো পর্যন্ত গ্রাস করি
হনন-ধর্ষণ ও লুণ্ঠনে মাতোয়ারা হয়ে উঠি
. মনের এক অদ্ভুত আঁধি-অন্ধকারে ডুবে যাই।
স্বর্ণপুষ্প দেখার পরও
শ্বেতজবা দেখার পরও
পুষ্টি নেই—বলবৃদ্ধি নেই—নীরোগ স্বপ্নের দেখা নেই
প্রকৃতির ঋতুতে বৈচিত্র্য থাকলেও
. আমি একই ঋতুতে হয়ে পড়ি স্থির—
শুধু নিমোনিয়া নিকটবর্তী
. ভূমিকম্পে জলস্তম্ভ নিয়ে দাবানল ছোটে
. মেঘজাত শিলা ঘনীভূত হয়
কারও ঘর পোড়ে—কারও গোশালা পোড়ে
ঘর ভাঙানি লোকের উৎপাতও বাড়ে।
অযৌক্তিক নিন্দার শর কতবার
. নিক্ষেপিত হয়েছে কতজনের ওপর
সর্বক্ষেত্রেই মানুষ কি জিগীষু?
মানুষই উৎকর্ষের ও শ্রেষ্ঠত্বের গান গেয়ে
অগ্নিমুখ খুলে দিয়ে
কাশবন—বাঁশবন—শালবন তছনছ করে
. বুনো ও জংলি হয়ে
. নাচতে থাকে
হত্যা করে নিরীহ মানুষ
অস্ত্র ব্যবসায়ী হয়ে ওঠে—
বনের নতুন বাসিন্দা হয়ে
কমলা ও আপেল ব্যবসায় আমারও মন ভরে না!
অন্যের ক্ষয়ক্ষতিতে আনন্দ পাই
অন্যের দুর্ভাগ্যের জন্য
. জগদ্দল হয়ে উঠি
অপরের পরাজয়-বিপর্যয়ে খুশি হই
. কী বিকৃত রুচি!
মৃতকল্প-শবযাত্রী ও মুর্দাফরাসের বাণিজ্যনীতি ভালোবাসি
কিসের ক্ষুধা ও তৃষ্ণা নিয়ে ক্ষুৎপিপাসায় ক্ষুদ্র হয়ে যাই!
বিপিনবিহারে—
হাতি-ঘোড়া-কুকুর-বানর ও ডলফিন খানিক প্রশিক্ষণ-শিক্ষা পেয়ে
সভ্য ও পরিশীলিত হয়ে ওঠে—
. মানুষের অনিষ্ট করতে মেতে ওঠে না তখন তারা,
আর মানুষের জন্য কত শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ ইনস্টিটিউট থাকার পরও
আমিও হয়ে উঠছি বনের ভেতর আরও হিংস্র-শ্বাপদ।
শুধু ভয় ও লোভে কতদূর যাবো?
নিজের অর্ন্তমুখিতায় কোনো ফুল ফোটালাম না!
শ্বেতজবা ও কাঠালচাঁপা দেখলাম না!
চামেলি ও সন্ধ্যামণি দেখলাম না!
বনমল্লিকা ও পঞ্চমুখী জবা দেখলাম না!
. নিজের প্রজ্ঞায় ফুল ফোটালাম না!
আত্মবোধ নিয়ে সমুদ্র ও পাহাড়ের বিশালত্ব দেখি না—
কুনো ব্যাঙের মেএতা বনের কুয়োয় থাকি।
দজ্জালের গাধায় চড়ে খুনি হয়ে ঘোরাঘুরি করি
. —বনের ভেতর,
অরণ্যকে অরণ্যের মতো থাকতে দেই না—
. কিসের আকর?
নির্বাণ প্রদীপের শিখার মতো হতে পারিনি!
কোথায় আমার অস্তিত্ব থাকে!