মার্চ ২৯, ২০২০
জানালার পাশে এসে দাঁড়াই,
জানালার পাশে মৃদু হাওয়া
দূরে আম্রপালি আমের বাগান।
অনেক পাতার ফাঁকে,
আরো দূরে
চন্দ্রপ্রভা ফুলের মতো
ফুটে আছে
সৌদামিনীর আকাশ।
এইখানে জানালার
নেটের ভেতর,
আমি টের পাই—
রোদের শরীর থেকে
ফাল্গুনের গন্ধ উঠে আসে।
আর হাওয়ার ভেতরে
আম্রপালির নিস্তরঙ্গ বাগানে
একাকী চাঁদ ডুবে থাকে ।
আয়না
ওষ্ঠে ঠোঁট ছোঁয়াবে না
তোমার চুম্বনে বিষফুল নামে।
স্পর্শ করো না আমাকে
তোমার আঙুলে বিষফুল নামে।
নিরাপদ দূরত্বে দাঁড়াও
তোমার শরীরে বিষফুল নামে।
খোদার কসম বলছি
ভালোবাসা আমার কবরে শুয়ে আছে।
কুসুম কন্যা
কালো উপত্যকা এসে
তোমাকে আড়াল করে দিলে
কী সুন্দর মেঘ
নেমে আসে পাহাড়ের চূড়ায়!
তুমি কি জলের স্পর্শে কাতর?
তোমাকে ছুঁয়ে দেয়—
ফের মেঘ ফের পাহাড় ফের বৃষ্টি
হাঁটুর নিচে কাদা জল জমে…
তোমার নগ্ন পায়ের নিচে
এই কাদা এই মাটি এই আমি
জড়াজড়ি করে শুয়ে আছি।
মন্তব্য