নারীর শরীর জুড়ে বিলবোর্ড টাঙিয়ে দিয়েছি
বৃষ্টির ফোঁটায় ধুয়ে যাবে ফসলের ফুরফুরে রোদ
ছালাদ কাটার ছুরিতে সান্ত্বনা লেগে থাকে টমেটোর ফালি-ফালি আর্তনাদ !
গাজরের হালুয়া নিষিদ্ধ হোক,
নারীর শরীর জুড়ে বিলবোর্ড টাঙিয়ে দিয়েছি
অনেক যন্ত্রণা দেখবে সেখানে…
দেখবে আগুনে পুড়ছে রান্নার তরকারি,
গীষ্মের বাগান ভরে উঠছে ফুলের করতালি বাড়ানো কোমল হাতের উত্তাপে!
চাপাতি লুকানো খাপের ভেতর
এই বসন্ত ছড়িয়ে আছে,
প্রজাপতি ডানামেলে দিলে সেই রঙে সূর্যাস্তের লাল গোধূলি ঘুঙুর পরে
এখনো রক্তের জমাট সবুজ হয়ে ওঠে, সবজি ক্ষেতের উঞ্চতায়
মেঘ ভেসে বেড়িয়েছে বহুকাল…
অনেক বোলতা পালিয়ে রয়েছে চাপাতি লুকানো খাপের ভেতর!
অনেক অসুখ বুকের ভেতর লকলকে ফণা তুলে আছে,
চারপাশে নিরাপত্তাবিহীন গাছের ডালপালা, রক্তকরবীর গন্ধে মিশে আছে
অন্ধকারে শত্রুর আতর মাখানো উদ্যত হাতের ইশারা!
মন্তব্য