হীরা-মাণিক থাক পড়ে থাক
তার চে’ দামি তোমার দরশন
এই দেহ-মন চায় যে পেতে
মায়ায় ভরা কোমল পরশন॥
যখন তুমি পাশে বসে
তাকাও দুচোখ মেলে
সকল চাওয়ার হয় অবসান
একটু ছোঁয়া পেলে
আমার মনের আকাশ ভেঙে
তখন নামে সুখের বরষণ॥
তুমি যখন গভীর মায়া
লাগাও আমার বুকে
অবশ হয়ে যাই হারিয়ে—
বাঁচি মরার সুখে।
তুমিই জানো আমার দেহের
সজল উজান-ভাঁটি
তোমার সহজ পলল মেখে
উর্বরা যার মাটি
আমার ভুঁইয়ে জো বইয়ে যায়
বন্ধু তুমি কর করষণ॥
মন্তব্য