হারিয়ে যাওয়া মুখ, তুই, হারিয়ে যাওয়া মুখ
কোন আকাশের কোন তারাটি পাই না ভেবে
হৃদয় জুড়ে অস্থিরতা, যেন—বিপন্ন উৎসুক
অ্যাম্বুলেন্সের নীল বাতিটা—জ্বলে… নেভে
ফাগুন আবার এলো, যেন ফাগুন আবার এলো
একটা কোকিল ডেকে গেল এক দুপুরে
স্তব্ধ ধরা স্মৃতির কোষে জমছে এমন ধুলো
তোর চেহারা যায় না দেখা সেই মুকুরে
সাঁকোর ওপর তুই ছিলি; সাঁকো নদীর পর
লজ্জা ছিল চারটি চোখে—হয়নি দেখা
তোর অবয়ব এঁকেছিল জলের চিত্রকর
বদলে দিল সেই ছবিটি হাতের রেখা
মনের মাঝে পুষি, তোরে, বুকের মাঝে রাখি
ভরিয়ে দিলি ছন্দে-গানে এক পৃথিবী
হলফ করে হয়নি জানা—গহিন বনের পখি
ঘুণাক্ষরে আঁচ করিনি, উড়াল দিবি
সয় না সবার সুখ, কপালে, সয় না সবার সুখ
মেনে নেওয়ার পণ করেছি—দুচোখ বুঁজে
হারিয়ে যাওয়া মুখ, তুই, হারিয়ে যাওয়া মুখ
স্মৃতির কোষে হাতড়ে বেড়াই—পাই না খুঁজে…
মন্তব্য