স্মৃতির ব্ল্যাকবোর্ড
সামাজিকতার মাচায় সীমাবদ্ধ হে পরাধীন চিচিঙ্গা লতা
আমাকে ছুঁয়ে হৃদয়ে আঁচড় বসিয়েছ এ কথা বলবো না
বলবো না এ সাহস ঘাসফড়িঙের উত্তেজনায় ক্লান্ত লাফ
বা পাপের সাবানে গোসল করে সূর্যমুখী হতে চেষ্টা
বা রাতের ময়লা ধুয়ে ক্লান্ত চাঁদ অস্তমিত হওয়ার ভান
বা হৃদয়ের মোনাজাতে এক ফোঁটা বিরহ ঝরিয়ে পবিত্র হওয়া
বা প্রশান্ত মুটকিতে পুরানা চালে ভাতে বাড়ার প্রশিক্ষণ নেওয়া
বা পাকা ডুমুর রসে টুপটুপ লাল ঠোঁটের আদিম আস্ফালন।
পাকা ডুমুর-ঠোঁট; আর ডেকো না কাশফুলের নরম স্পর্শে-
ঘুমপাড়ানো মাসীকে এনো না বিষণ্ন হেমন্তের ঘাটে
স্বপ্নসুতোয় বাস্তবতার নকশিকাঁথা সেলাইয়ের চেষ্টা করে
মানুষের মতো আশা নিয়ে বাঁচো বা হতাশা নিয়ে মরো
তবু ডাঙার ব্যাঙ হয়ে আর্তনাদভরা মুহূর্ত নিয়ে ফেরো না
পরকীয়া সহোদরকে মানবিকতার নামতা পড়িয়ো না।
স্বার্থ সুগোল জোছনায় চিড়া ভেজাবে খালি কথায়-
জেনে রেখো, লোকসান আছে বলেই হৃদয়ের আদান-প্রদান
আত্মাকে চিবিয়ে তৃপ্তি পায় বলেই প্রেমের জাবর কাটে জীবন
তাই তো বাইন তালাকের ডাস্টারে মোছে না স্মৃতির ব্ল্যাকবোর্ড।
প্রকৃতির কান্না
পূর্ণিমার আলো কোথাও প্রবেশানুমতি নেয় না
যেমন অনুমতি নেয় না মন তোমাতে প্রবেশের
মনের উঠোনে ভালোলাগা জোছনায় পুড়ছে
তবু বৃষ্টি আছে বলে নদীরা পোয়াতি হয় মাছে
ঊর্বর মাটির বুক স্তন হয়ে শস্য বিলায়।
যার জানুতে ঘুমায় সৃষ্টিশীল হৃদয়ের বেদনা
তাকে কাঁচা হলুদ প্রেমে গোছল দিয়ে লাভ নেই।
অনুভূতির আখ তার বহু আগে গেছে শুকিয়ে
এ যেন সরকারি আবেগ পায়নি সততার জৈবসার
যাতে পূর্ণিমার বাতাস প্রজাপতির উষ্ণতা ছড়ায় না
যাতে আবেগ ও অনুভূতির ঊর্বরা মাঠ হয় না।
ভালোবাসার তুলতুলে পাটিসাপটা পিঠা হতে পারো
তবু হৃদয়ের চৌচির কাঁচে দেখাতে পারো না প্রতিবিম্ব
ভালোলাগা ভালোথাকা সবকিছু আঁধারের আলনায় রেখে
হতাশায় বোনা ভোরগুলো দিয়ে আর দেখো না স্বপ্ন।
তোমাদের আবেগ ভেজা ঠোঁটে হৃদয় বসিয়ে লাভ নেই
বাস্তবতার কাঠঠোকরা তবে বিরহের বাসা খুঁড়বে।
জীবিকার বোঝা যাকে করে তুলেছে করপোরেট ভাঁড়
তার হৃদয় ঝিনুকে প্রতি ফোঁটা সঞ্চিত আবেগ
প্রকৃতির একফোঁটা কান্না মুক্তার চেয়ে দামে কি কম?।
চেতনা বিকাতে পারি
এক মেরদণ্ডী শিক্ষকের কথা বলি
যিনি শেখাতেন আদর্শ কাকে বলে
আজ তার আদর্শ লিবার্টি অব স্ট্যাচু।
তাকে বোঝাতে হয়, হারামজাদা-
ফসলের ন্যায্য দাম দে, তা না হলে
বালিশ নির্ভর জিডিপি খাবো।
আজ তিনি চেতনা বিকিয়ে আখের গুছান
বিবেক বিকিয়ে গোছান আগামী।
নৈতিকতা বাজাতে বাজাতে গড়েন সফলতা
আর সততা বাজিয়ে বাগাবেন কত কিছু।
আসুন আমরা নৈতিকতা ও আদর্শ বাজাই
ছন্নছাড়া স্বপ্নগুলো তবে ডানা মেলে উড়বে।
ভণ্ডামি শিখি ও ভণ্ডামি করি নিয়মিত
এখন উৎকৃষ্ট সময় ভণ্ডামি করার।
ভণ্ডামি চাদর ছাড়া ইতিহাস লেখা হবে না
যে মনে ও প্রাণে ভণ্ড সকল সার্বভৌমত্ব তার।