সায়রযাত্রা
সমুদ্রে যাবো
তার গভীরে লুকিয়ে আছে অদৃশ্য মন
খুঁজে আনবো তাকে
দিনের জোয়ারে জল হয়ে এলে
অসহায় বাহুতে
জলকেলি ছুঁয়ে দেবো আবাদি শরীর,
রাতের ভাটাতে
জলের সাথে লেপ্টে দেবো ডাকনাম
অতলে ডুবে গেলে
তের সমুদ্র পার হলেই
চিৎকার করে ডাকতে থাকবো তোমাকে…
পাড়ে দাঁড়িয়ে যতটা দূরে
যতবার দেখা যাবে তোমার সুদৃশ্য প্রতিমা
ততবার ভেঙেচুরে গড়ে ফেলবো তোমাকে
স্বচ্ছ জলে ধুয়ে দেবো পল্লব আঁখি
মৃদু বাতাসের সুরে ভালোবাসার কথা বসিয়ে
গাইবো ভালোবাসার গান
তোমাকে সাথে নিয়ে
আমি একদিন সমুদ্রে যাবো
সারারাত সুগন্ধার বিচে শুয়ে
আবৃত্তি করবো শুধুই তোমাকে।
হঠাৎ বৃষ্টি এলে
হঠাৎ বৃষ্টি এলে
ধুয়ে যাবে এলোকেশী মন
শহর হবে স্নান ফেরত প্রেমিকার স্বচ্ছ পিঠ
বিষাদ ভুলে তোমার সেদিন কাছেই যাব
হৃদয়ের জানালা খুললে
ঢুকে যাব তোমার ভেতর
সমুদ্রে ঢেউ কমলেই ডুবে যাব অতল সাগর
এইসব বৃষ্টিদিনে…
এইসব বৃষ্টিদিনেই
মুকুল এসে ঝরে যাবে পাতাঝরা ফুল
আমাকে কি তখনো দুঃখ দেবে, প্রিয় জবাফুল?
বিফল ইবাদাত
তোমাকে পড়েছি কিরাতের মতো
যত প্রেম আছে;
ততটা দিয়ে করেছি ইবাদত
সীমান্ত
কাঁটাতার ঘেঁষে পাখির তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে
দেখেছি…
জেনেছি ভণ্ড তোমার ধর্ম,
ওপারে আটকে পড়া মানুষের মতো পর
আমারই অন্ধ চোখের এক বিধর্মী ঈশ্বর৷
নাস্তিকতা
তোমাকে ছেড়ে
আর কাউকে ধরিনি
প্রেমের দুনিয়ায়
আমি এক ঘোর নাস্তিক
আরও পড়ুন: হঠাৎ তারার বনে ॥ মোহাম্মদ নূরুল হক