বিচ্ছিন্ন ভবিতব্য
দরিদ্র্য অতীতের সমৃদ্ধ হাওয়া কিংবা ঐশ্বর্যময় ভবিতব্যের মহাবিদ্যালয়
গভীর করে বর্তমানের সুড়ঙ্গ
একটা বক্ররেখার তাড়ায় আবদ্ধ হয় না রহস্যময় ত্রিভূজ
বোবা ভূমির বিরহে
বিচ্ছিন্ন বর্ণের স্লোগান অস্থিতিশীল সাধুবাজারে বিক্রি হয় নিয়ন মূল্যে
তাহাদের প্রেমিকারা চুমুর চিহ্ন রেখে যায় তাসের প্যাকেটে
অবোধ্য চালে সৈকতে হারায় সূর্য
হ্রেষাধ্বনি আর শোনা হয়না
আমরা আমাদের স্থির রাখি স্থানীয় আবহাওয়া
আকাশ স্নানেই যার এলার্জি
তাহারে না হয় উৎসর্গ করা হোক
উৎকৃষ্ট কফিনে
সাদা সিন্দুকের প্রহরী
আমাদের জানালার পাশে কোনো সুন্দর ছিল না
আধবয়সী বেল গাছ আর খয়েরী কাকের বক্র-ঢঙ দেখেই
ভিজে যেতাম
শোকেসে সাজানো গ্লাসের তৃষ্ণা পাওয়া দণ্ডনীয় ছিল
আমরা এখন আর নদী চিনি না
হুল্লোড় গুলো রেফ্রিজারেটরের ০.০০ মাত্রায় মিউট ছিল
ঘুমিয়ে যেতো আয়নার বায়না
পরদাদা থেকে প্রাপ্ত একটা সাদা সিন্দুকের ঘ্রাণে মগ্ন থেকে
রাতের ঠোঁটে আর চুমু খাওয়া হয়নি
আমি বা আমার আগে কিংবা তার আগেও কেউ উড়াল দেখেনি
আমরা তাই চুল বেঁধে রাখি
সানগ্লাসে ঢেকে রাখি দাঁত
আমাদের বাবার মৌনতায় উর্বর একখণ্ড জমিছিল
এখনো আমরা তার চাষাবাদ করি
সমকামী হাওয়া
শুকিয়ে যাওয়া ভাতের গন্ধ ভুলতে যে ঘোড়ার নখ ভেঙেছিল
সমকামী হয়েছিল হিজল ফুল
তাদের জন্য হতেই পারে একটা হাওয়াই নৃত্য
হয়ে হয়ে কেটে যাওয়া দধি
টগবগে ফেস প্যাকে
সামান্য কারণেই সমন্বয় হয় না
অবধারিত অকারণ ভূমিকার অপেক্ষায়
মিলে যায় পোস্টারে
ক্লীবলিঙ্গ বলতে যেহেতু খোঁচা খোঁচা দড়ির আড়েলের লাল ফিতে বুঝি
ব্যক্তিত্বের চুলে জবাফুলের সদয় সুভাষে
ঋতু কাঁদবেই
সামান্য বিকাইয়া বাদুড়ের জিহবায় তাহাকে আঁকলে
একুশ ঘরে প্রেত হাসতেই পারে
খেলা যেতে পারে ফিসার গেমে ফিসফিস
এমন অনিবার্য প্রতিক্রিয়ায় পুকুর ঘাটের চুরুট পুড়লেও
দৃষ্টহীন হবে না হলদে পাখি
নোনা আক্ষেপ
এসব জিতে যাওয়া ঘুম পাড়িয়ে দেয় অসংখ্য চড়ুইয়ের ঈর্ষাঘর
এখনটা নোনা হয় তখনের তীব্রতায়
বিশেষণহীন চুমুর চমকে সে পৌরনীতি খোলে
নাগরিক নিসর্গে
স্থিতিশীল আমপোকা আমাদের সাঁতার শেখায়
বহুগামী বয়সের তলসমুদ্রের জ্বল জ্বল অক্ষর
কিংবা আঁতলামো দ্রোহে
উবে যায় আক্ষেপ
ভুলের চখে চোখাচোখিতে জাগ্রত হয় জোয়ার
তবুও পাখিটা আগলে রাখে নোঙরের চিহ্ন
তাদের চলে যেতে হয় দুয়ারের দোষে