কোভিড নাইনটিন-১৮
ভাদর রাত অম্বরে নীলাম্বরী খেলায়
মসলিন মেঘের দাপট মনকে ওড়ায়—
তবে এই শরৎ অন্যরকম
ল্যাম্পপোস্টে দেখো:
ধোঁয়া ধোঁয়া
আগাম কুয়াশা—
লুকিয়ে লুকিয়ে হাসে হেম হেম সন্ধ্যা
গা-ধোয়া শিশিরে মফস্বলের রাত ধোঁয়াশা
প্রকৃতিজুড়ে মধ্যবিত্তের ছলাকলা
করোনাক্লান্ত মনজুড়ে ঝিরিধারা
বাতাসও দমকা কিছুটা
কখনো আকাশে নির্ভার ঘুড়ির ডানা
দুপুরে চনমনে রোদ
উতলা হাওয়া
গাছের ডালে ডালে শনশন হৃদ্যতা
অবসন্ন বিকালটাও মিঠা মিঠা
দমবন্ধ হয়ে ঘাসফুলে ডুবে গেছে ফড়িংটা
এই জীবন নতুন বাস্তবতা
এবারের শরৎ মানে প্রতিদিন ষঢ়ঋতুর পসরা
কোভিড নাইনটিন-১৯
ঘুমহীন মধ্যরাত
নির্জন সকাল
মুখরিত সন্ধ্যা
কিছুটা অস্থিরতায় টনটন মগজটা
মাথার খুলিতে বাজে ব্যথার ঘণ্টা
মায়াবী বিউগেলের
বিষণ্ন বিকালে
শহরের গলি থেকে
ক্রমেই রাজপথে-রেস্তোরাঁতে—
মলিন মনের বাক্স খুলে মাঝ রাতে
মনোহর হাওয়ায়
জ্বলে ওঠে সিগার
মেঘের আঁচলে লেপ্টে
লুকায় কৌমুদী
ইন্দিরা রোডের ছাদে
ছায়াদের কানাকানি
জলজ হৃদয় নিয়ে পলকে হঠাৎ
নক্ষত্র ঝরে যায়!
আমাদের হৃদয় পুড়ে: আহা
খানখান হায়—
কোভিড নাইনটিন-২০
অন্তরীক্ষে নীলের সোপান
জলজ বুকে শৈবাল ভাসমান
আকাশজালে হই হই ভিড়
ঠোঁটের কোণে একা বিড়বিড়
ফেসবুকজুড়ে ব্যস্ত বাজার—
শপিং কমপ্লেক্স, ফুড কর্নার,
সচেতন স্বাস্থ্যবিধির ফল।
করতলে বেড়েছে নজর
টাচস্ক্রিনে বুড়ো আঙ্গুল চঞ্চল
স্থির নিশানায় আইবল
এই তো চপল ভ্রূ, এই তো ছলছল,
বুক ভরা গুমোট হৃদয় টনটন
দীর্ঘশ্বাসে ভরে দম—
মনের ওয়াইফাই পিন জানা নাই
তবুও মোবাইলে হটস্পট অন
বেঁচে থাকাটাই সুখের কারণ
বোকারা অসুখী চিরন্তন—