নীল নীল খেলা
রাস্তার ওপারে তুমি
চলে গেলে
বলে গেলে
চোখের চিমটি দিয়ে
কেন তুমি
এমন দারুণ শুক্রবার
রাস্তার এপারে আমি
চোখ খুলে
মুখ তুলে
দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি
কেন তুমি
এমন দারুণ প্রেমাধার
তবে কেন এই রাস্তা
গেঁথে দিচ্ছে চক্রাকার
পাথরগুলো
তুমি আমি পথে নামি
সরে দেই দূরে দেই
অক্ষরগুলো
অক্ষরগুলো
এলোমেলো
এসে বলে
গেঁথে দিয়েছি সকল রৌদ্রবেলা
পাথরগুলো
এলোমেলো
এসে বলে
পথে নামাও তোমার নীল নীল খেলা
লীলাদিঘি ফুল
নিকট বাগানে দেখি ফুটে আছে লীলাদিঘি ফুল
ফুল থেকে ঝরে পড়ে কতিপয় মনোলোভা ভুল
ভুল তুমি কই ছিলে জলঘর ছেড়ে
মুকুলে মুকুলে দেখ রতিজাল ওড়ে
আলোগুলো ফুল হলো ফুলগুলো ভুল
ভুলগুলো কাছে এসে গেঁথে দেয় মূল
আসলে ওসব কিছু সুবাসে সুবাসে
ছড়িয়ে ছড়িয়ে যায় বাতাসে বাতাসে
বাতাসের পালে দেখো ভাসে কার মুখ
চোখ খুলে দেখি তার গোলাপি চিবুক
নিকট বাগানে তুমি ফুটে আছ লীলাদিঘি ফুল
ফুলের ভেতরে জ্বলে কতিপয় মনোলোভা ভুল
ভুল থেকে চুরি করে সুবাসিত চোর
চোরের নিকটে তুমি পুষ্পমাখা ভোর
ভোর এলে সবকিছু হয়ে যায় লীন
ফুল জানে পাতা জানে বেড়ালের বীন
ফেরা
ঘুমুতে চাইনি আমি, ঘুম চলে এলো তবু
নতুন সময় যেন চুপ করে ভেসে গেলো
দূরের বাগানে এক নীল ফুল ফুটে থাকে
তার সাথে এক শিশু নাম ধরে ডাকে
সেই ডাকে কোথা থেকে চলে আসে পাখি
পাখি বলে এই ঘুম ফেলে দিয়ে আসি
কেন তুমি এই ঘুম ঘুমিয়ে কাটাও
তার চেয়ে খুব ভালো কুসুম ফোটাও
কীভাবে, তাহাকে বলি, ফোটায় কুসুম
ভোরের নিকটে যাও
গিয়ে দেখো একবার বকুলের ঘুম
যেভাবে ঝরিয়ে পড়ে বিলায় সুবাস
সেভাবে তাকাও তুমি,
দেখো তার প্রেমের আবাস
আবাসে আমার থাকে সবকিছু ফেরা