দ্বিতীয় চুম্বন
চিরকাল তোমার দ্বিধার অনুরাগী; এই যে আমাকে চুম্বন করতে
তোমার সময় ক্ষেপণ, হৃদয়ে লালন করা স্মৃতিসংস্কার
আমি এসব বড়ো ভালোবাসি;
ভেতরে কাদের বাস, গুহায় অন্ধকারে কোন্ শিল্পী এঁকেছেন পট
আমিও জানতে চেয়েছি সুমেরু ভাল্লুকের ক্ষুধার মতো—
. ক্ষণকালের বিরতিতে বেজে ওঠে স্পর্শনিষাদ;
লালটিপ
আমাকে নেবে না ফেরিওলা?
চুড়ির মতো, ফিতের মতো
নেইলপলিশের
শিশির মতো
কোমল দরে
বিকিকিনি হতে চাই
আমিও আদোরে
রেলবস্তির যৌথ জীবনে
বেদেনীর কোমরের
বিছার মতো
কিশোরী প্রণয়ে
গোপনে গোপনে
একান্ত লাল টিপ হতে চাই;
ফেরিওলা, ও ফেরিওলা,
আমাকেও নিয়ে নাও
আমার সময়ক্রমে
আমার সময়ক্রমে এসে শৈশব লিখে দিলে
পালিত কন্যার মতো পিপাসার্তা;
তুমি লিখে দিলে শিলপড়া বৃষ্টি, আমবাগানে
লিখে দিলে লোকগাথার মতো সব অস্পষ্ট
তোমাকে খুঁজতে গিয়ে প্রথম পুরুষ হওয়া
মাদার ফুলে লেগে থাকা রক্ত, অচিন তরল
তুমি লিখলে না, তুমি লিখো না
আমার শৈশব তুমি লিখতে পারলে না