লবঙ্গ নির্যাস
ওলটপালট করা ঘোড়াটানা শক্তি নিয়ে যাই
. —খনির ভেতর,
অন্ধকার যদিও বিমূর্ত করে রাখে
তবুও তাপবিজ্ঞানী হয়ে যাই মুহূর্তের মধ্যে
নিজেরও তাপ সৃষ্টি হয়-রূপান্তর হতে থাকি,
দৃশ্যজাত অনুভব নিয়ে তৈরি মাতাল-সুগন্ধি
সংকেত লিপির পাঠও উদ্ধার করি—
সুড়ঙ্গ খনন করে মাইন পাতাই
এরপর চৌম্বকশক্তিতে
. বিস্ফোরণ ঘটে,
তখনই দৃশ্যের আড়ালে বীজ তৈরি হতে থাকে
. লবঙ্গ নির্যাসে।
বরফের জল
বরফের জল গিরিখাদ-বালুশিলা আর পাথরকুচির মধ্যে দিয়ে
. —দরিয়ায় পড়ে,
এ পড়া কি তার আগে থেকেই মুখস্থ?
পর্বতশ্রেণীতে থাকে আর কতদিন?
তুষারের অবশতা নিয়ে অস্থিবিদ্যা ভালো লাগে আর কত?
. তরঙ্গে-তরঙ্গে চঞ্চলতা
বরফ তো উপলখণ্ডেরর স্থবিরতা নিয়ে থাকতে পারে না,
স্থানত্যাগ করে পরিভ্রমণের জন্য আকুলিবিকুলি করে।
বরফের জল স্তরচ্যুত হয়ে পড়তে পড়তে প্রস্ফুরিত
. বেগ ও আবেগ নিয়ে সঞ্চরণশীল—
. উতল হয়েছে নদীর অতল ছোঁয়ার জন্য।
বনফুলের সৌরভ
উদ্যানের চেয়ে জঙ্গলের তরুতে ফুটেছে
. বিস্ফোরিত ফুল,
সমৃহবিপদ-বিপন্ন মনে রেখে
আমি সেই ফুলের সুগন্ধি নিতে হই কী ব্যাকুল!
বিস্ময় ও অস্থিরতা থাকে
. তবু ছন্দায়িত হয়ে যাই
পর্ব ভেঙে ভেঙে
সুর-সংগীতের মধ্যে যাই,
. ইতস্তত ভ্রমণের বদলে হয়েছি আজ থিতু
. কোন সংকেতের উদ্দীপনায় জেগে ওঠে ঋতু!
অতিরিক্ত ধ্বনি নেই, নেই বাদ্যযন্ত্র—
জলকপাট খোলার পেয়ে যাই মন্ত্র!
বানানপদ্ধতি জেনে লিখে যাই তৃষ্ণার-গৌরব
মধুপুরের জঙ্গলে শুধু বনফুলের সৌরভ?