এক.
কবিতাকে বলেছি আজ রাতে
থাকতে পারো গা জড়িয়ে, একান্ত একসাথে।
দুই.
ঘুম গেলো কই, উড়ে গেছে, হইনি কুপোকাত
তাই বুঝি আজ কবিতারা দেখবে সুপ্রভাত।
তিন.
রাত্রি শেষে সূর্য ওঠে, শীতল স্নিগ্ধ রোদ
রাত জাগা ওই পাখিগুলো, করছে গতিরোধ।
চার.
অন্ধকারের আলো আছে, আলোর আছে কী?
আলোর মাঝে হাজার কালো, দেখতে পেয়েছি!
পাঁচ.
এক যার এক হয় দুই তিন নিয়ে
ভিজিয়ে রাখবো তারে কবিতাকে দিয়ে।
ছয়.
দ্বিধা ভয় করি জয় দ্বিধার সাগরে
কবিতাকে সাথে নিয়ে ঢুকি তার ঘরে।
সাত.
রাত জাগা এক পাখি আমি, রাতের আকাশ আঁকি
কবিতাকে আগলে ধরে, গোপনে মুখ ঢাকি।
মন্তব্য