লেগেছে সুর গ্রহণ বধির ও অন্ধ গ্রহলোকে
থেমে যাক প্রজাপতি আর যত ফড়িঙের গান
পড়ন্ত রাতের দেহে নক্ষত্র পুড়ুক
মেঘ শিকারীর চোখে পোয়াতি আসমান।
ঘুমন্ত নগরী যদি জেগে ওঠে পুলিশি গর্জনে
ফেসবুক-টুইটারে রাত চমকাবে-
একঝাঁক হাঙরের ঢেউ এসে সমুদ্র দেখালে
চোর ভেবে কবিকেও নির্বোধ প্রহরী ধমকাবে!