এই তো
এই তো দ্যাখো একলা বসে আছি
পায়ের পাতা নদীর জলে ভেজা
নৌকাগুলো তীরের কাছাকাছি
জানে না কেউ দুপুর রোদে কে যায়
দূরের ঘাটে ছদ্মবেশী মেঘ
গোল্লাছুটে তোমায় পেতে চায়
জলই জানে নিজের গতিবেগ
দিনলিপির হারানো অধ্যায়
বাতিঘরের অন্ধকারে ভয়ে
তোমরা যারা অবিশ্বাসী হাতে
হাত রেখেছো নগ্ন পরাজয়ে
ঘৃণা মেশাও প্রেমের অনুপাতে
এই তো দ্যাখো একলা বসে আমি
নীল স্বর্গে যাবার তাড়া নেই
জীবন যদি মৃত্যু অনুগামী
মুহূর্তেরা যাচ্ছে সেদিকেই
যেখানে ছিলাম
যেখানে ছিলাম ঠিক সেখানেই আছি
. তোমাদেরই সন্দেহ বেড়েছে
. মাঝেমধ্যে কাছে এসে দ্যাখো
. অন্য কোনো গন্ধ পাও কি না
. খুলে দ্যাখো ঝোলাব্যাগ
. পাঞ্জাবির রঙ নিয়ে গবেষণা করো
শব্দ বা অক্ষর নিয়ে তোমাদের মাথাব্যাথা নেই
. আজীবন নতশির
. আমি এক শব্দ-ক্রান্তিকারী
. বিশুদ্ধ মন্থনে যদি কোন দেব কিংবা দেবী
. উঠে আসে
. তাকেই পরিয়ে দিই চন্দনের টিপ
. যেখানে ছিলাম ঠিক সেখানেই আছি
. এসো দেখে যাও
. ঝোলাব্যাগ ভর্তি শুধু শব্দ-সম্ভাবনা
নির্ভুল হিসাব
সমীকরণের নামে
. এই বিভাজন
. ক্ষোভ
. অসুখী উড়ান
. গঙ্গাজল ধানদূর্বা
. ঘি ও আগুন
যাবতীয় শব্দের আড়াল
. কোনটাই অনিবার্য নয়
উন্মত্ত শরীর আর নাভিমূল ছেড়ে
ছায়াহীন ঘাসের ওপরে হেঁটে যাও
দ্যাখো
. প্রকৃতির অঙ্কে কোনো গরমিল নেই
দ্যাখো
. নিঃশব্দ চৌকাঠে কত নির্ভুল হিসাব