আবার কবে দেখা হবে বলো
অনেকদিন পর দেখা হলো, আবার কবে বলো?
নাকি আবার বহুদিন পর—এবারের মতো?
আমাদের কথা শেষ হয়নি কখনো,
ঠিক থাকেনি কোনো প্রসঙ্গ, কিন্তু আমি ভাবছি
তোমার সাথে ঝগড়া হয় না কেন?
তোমার সাথে ঝগড়া হলেই ভালো হতো?
মুখ ফুটে বলো—মনে মনে কী এত ভাবো?
বিষাদের কাব্য তুমি হৃদয়ের বেদনা বোঝো?
কী চাও? বলো—
বলো নীলাভ নীলে নীল হয়ে যাওয়ার কথা বলো
নিজের কাছ থেকে পালিয়ে থাকার কথা বলো
সেইসব গল্প বলো দীর্ঘশ্বাসের অসমাপ্ত ছোটগল্প
বেদনার অ্যাকুরিয়ামে ডুবে পড়ো সুখের নিবন্ধ!
অনেকদিন পরে দেখা হলে কথা খুঁজে পাই না
এখন থেকে মাঝে মধ্যে দেখা করো
হৃদয়ের দেরাজ খুলে প্রাণ ভরে কথা বলো, হাসো,
কাঁদো, মন চায় যা করো, হালকা বাতাসে ঢলো,
অত গোছানো হতে নেই প্রিয় অভিমানী
রণসজ্জা সাজানো হয় প্রণয় একটু অগোছালো
আবার কবে দেখা হবে, বলো—
ইমেইলের যুগে
খাম নেই, সেই হলুদ খাম
স্মৃতিসৌধের সিলওয়ালা।
নেই খাকি পোশাক
বাইসাইকেলে আসে না ডাক হরকরা।
চিঠি লিখি
আর
ফেলে রাখি
তোমার শহরে বসে তবু জানি না ঠিকানা।
পাহাড় নদীর ছলে প্রেম প্রেম কথা
সূতোয় গাঁথি বর্ণমালা
প্রযত্নে কী—জানিয়ে দিও
পাঠাবো হৃদয়টা
চিঠি যাবে, ঠিকানা দাও প্রিয় প্রেমিকা।