কাছে-দূরে
মন বলে তুই কাছে অনেক, চোখ বলে তুই দূরে,
আমি অধম মরছি পথে পথেই ঘুরে,
আমার চোখ বলে তুই দূরে।
কত দূরে গেলে আমি আসবি কাছে তুই,
তারায় তারায় থাকলে মিশে কেমন করে ছুঁই,
ওরে, গান জানি না সুরে পাগল, তুই তো আছিস সুরে,
আমার মন বলে তুই দূরে।
পথিক জানে পথের মর্ম, দুঃখ চেনে দুঃখী,
আমি ভাসি সাত সাগরে, তবুও তুই সুখি,
ওরে, থাক দূরে তুই অচিন পাখি, আছিস হৃদয়জুড়ে
আমার চোখ বলে তুই দূরে।
আত্মা যদি শুদ্ধ হয় তোর
আত্মা যদি শুদ্ধ হয় তোর, পরম আত্মা সবল হয়,
মিলন পর্ব হয়ে গেলে তুই তো সদা সর্বময়,
ওরে, পরম আত্মা সবল হয়।
জলের সাথে জল মিশালে সকল জলের একই রূপ,
সাধন যদি নিষ্ঠ হয় তোর, লাগবে যে হায় একটি ডুব,
অরূপে যে স্বরূপ মেশায়, তারেই পরম গুরু কয়,
ওরে, পরম আত্মা সবল হয়।
তালের সাথে বেতাল হলে, সুর থাকে তোর দূরে,
পরম যিনি তিনিই থাকেন মিশে সকল শুদ্ধ সুরে,
দেখলে তারে অন্ধ যে হই, দৃষ্টি তখন পরমময়,
ওরে পরম আত্মা সবল হয়।
সোনার নাও পবনের বৈঠায় বাও
ওরে সোনার নাও পবনের বৈঠায় বাও,
আকাশ পানে হাত বাড়াইয়া চন্দ্র ধরতে চাও,
তুমি সোনার নাও পবনের বৈঠায় বাও।
গুরু রীতি নাইগো তোমার, দস্যিপনা নাই,
ভজন থুইয়া ভোজনে মাতো পঞ্চগ্রাস ভুইলাই,
মোকাম ভুইলা অমোকামে নিত্য আসা যাওয়া,
তবু সিদ্ধি তুমি চাও,
তুমি সোনার নাও পবনের বৈঠায় বাও।
কামতাড়িত কামুক তুমি, কামে ক্লান্তি নাই,
ছয় রিপুতে খাইল দেহ কোনো খবর নাই,
বৈঠা থুইয়া প্রেমের বাদাম হৃদ সাগরে উড়াও,
তুমি মুক্তি যদি চাও,
তুমি সোনার নাও পবনের বৈঠায় বাও।
জাত বিকাইয়া ধরছি চরণ
জাত বিকাইয়া ধরছি চরণ,
কালারে তুই পালাইবি কই,
আমার হাতে জীয়ন কাঠি,
আমার হাতে জীবণ মরণ,
ওরে, জাত বিকাইয়া ধরছি চরণ…
জাত অজাতে কী আসে যায়,
কী আসে যায় কালো ধলো,
হৃদয় যদি হৃদয় চিনে,
সেই তো আমার পরম সাধন,
ওরে, জাত বিকাইয়া ধরছি চরণ।
তুই যত রং মাখিস কালা,
আমি যে তোর রঙের আধার,
রাধে ছাড়া একলা কানাই,
কে করবে তোর নিষ্ঠ ভজন,
ওরে, জাত বিকাইয়া ধরছি চরণ
ভাব করে যা ভাব মজে না
ভাব করে যার ভাব মজে না ভাবের মজা সেই তো বোঝে
ওরে ভাবের মজা সেই ত বোঝে।
দুঃখ যারে দেয় না দুঃখ, ভজনে সে হয় রে সিদ্ধ,
ও তার প্রেমের তরি ভেসেই বেড়ায়, বিরহে সে হয় রে ঋদ্ধ,
অনুরাগের অগ্নি বানে, পুড়ে পুড়ে প্রেম খোঁজে,
ওরে ভাবের মজা সেই তো বোঝে।
হৃদয়ে যার সাত সমুদ্র, পিপাসা তার মরে না রে,
ও যার কাম যাতনা সে ই তো জানে, কামেতে মন ভরে না রে,
জানলে পিরিত মরতে পাগল, সেই তো প্রেমিক পরান খোঁজে,
ওরে ভাবের রসে সেই তো মজে।