মেগাসিটি-২
পৌষ কিরণ ঢলে নামে আকাশে
আদিত্য তপন চুয়ে পড়ে বাতাসে
ঢাকার বিকেল ঢেকে রাখে দেয়ালে
ঢাকার আকাশ ঢাকা থাকে দালানে।
মেগাসিটি-১২
নিশিফুলে ডাক থাকে
নিশিফুলে শাপ থাকে
রাতের সাথে প্রেম ও বিশ্বাসঘাতকতার সম্পর্ক বিকট।
রাতের কাক ভয়ঙ্কর, রাতের ডাক ভয়ঙ্কর
রাতের কুকুর মায়ের মতোই আগলে রাখে
এই নগরী কুকুরের কাছে ঋণী।
মেগাসিটি-২২
নগর দেবীরা
রাজপথে
মরীচিকা ময়ূর নাচায়।
নগর দেবতা
চোখেমুখে
কোকিল কইতর উড়ায়।
তারপর মাথার ভেতর
খালিখালি—
তারপর বুকের ভেতর
ফালিফালি—
তারপর মেঘের ভিতর
হাবিজাবি—
শহুরে জীবন
সুখ নেই
গতিময় গতর ঠেলায়।
মেগাসিটি মন
শোক নেই
ইতর লুকায় চশমায়।
মেগাসিটি-৩২
সমুদ্র মন্থনে তুমি দক্ষ পলি
মেরিনার মিশনারি
সাপের মতোই বাঁক নেয় নদী
দেখি লীলারত ভূমি
জীবন গুঞ্জরে কেউ বন্য পাখি
কেউ হয় বুলবুলি
কাশফুলে জমে তনু জরাজরি
করতলে সুখি বড়ি
ইলিশ জীবন পাবে তুমি জানি
জেলের জালেই তবে হোক জলকেলি
মেগাসিটি-৪২
প্রথমেই চিনতে হবে মুখ, তারপরেই মুখোশ; এই শহর মুখোশে ঢাকা,
প্রিয়তমা থেকে বন্ধু ছোট বড় ভাইবোন সব মলাটে বাঁধা।
ভণ্ডর একশেষ এরা, এই শহর কপটে ভরা, তস্কর কারখানা।
হেই জীবন, চুপ করে আছ কেন? কী ভাবছ, কী আর হবে তাই—
যদি একলা একা একটা মানুষ হুট করেই গোল্লায় চলে যায়!
মনে রেখো—
এখানে কেউ কারও নয়, নিজের খেলাটা শুধু নিজেকেই খেলতে হয়।