ডাকছে তোমায়
. যে সব মানুষজন
তোমাদের কানে কানে ঢেলে দিচ্ছে বিষ
যাদের কথায় নিরন্তর ‘হা হুতাশে’ থাকো
তাদের শনাক্ত করো
. এবং কপালে রাখো হাত
নিজের মনন আর বোধ নিয়ে
. প্রশ্ন করো নিজেকেই
অথবা এসব নয়
ধনুর্বাণ ছেড়ে ফিরে যাও
. কবিতার কাছে
দ্যাখো
. খাতাভর্তি শব্দগুলো
. বর্ণময় ফুল হয়ে
. ডাকছে তোমায়
এসো দেখে যাও
. এবার নিঃসঙ্গ হলে এসো
. দেখে যাও
অসাড় জিভের নিচে
লোভহীন কেঁপেছে পারদ
. নির্বিকার শরীরের পাশে
উন্মত্ত শকুন নয়
বসে আছে ধর্মযাজকেরা
অনাদৃত মুখের আদলে
. বলিরেখা নয়
খেলা করে অনুগত ঘুম
কড়িকাঠে রথটানা দড়ি নিয়ে
. আর কোনো প্রশ্ন নয়
. দ্যাখো রাজটীকা
চিত্রময় আশ্চর্য নির্মাণ
এবার নিঃসঙ্গ হলে এসো
. ছুঁয়ে দ্যাখো কতটা আগুন
. দ্যাখো পুড়ে যাও কি না
. দ্যাখো কতটা বিস্ময় আর
. লজ্জা নিয়ে
কতদূর ফিরে যেতে পারো
মৃত্যু
কিছু কিছু স্বপ্ন থাকে মেঘের আড়ালে
উষ্ণ ছলাকলা নিয়ে কিছু স্বপ্ন
নিশ্চিন্তে বেড়াতে যায় সমুদ্রশহরে
অক্ষরমেলায়
প্রিয়তম স্বপ্ন কিছু কেবলই লুকায়
রঙিন পালক হয়ে
. কিছু থাকে সাজানো মুকুটে
স্বপ্নপূরনের লোভে যে মানুষ ঘুরে ঘুরে
. নারী ও মাদল নয়
নিয়ে আসে জটিল উত্তাপ
. মৃগনাভি
অলৌকিক গন্ধমাখা সুখ
. সে জেনেছে
স্বপ্নেরা নিস্তেজ হলে
. মৃত্যু এসে ঘরে ঢোকে
. বসে থাকে নীল অন্ধকারে