দলে দলে ভিড় করে আমার মাটিতে
যুদ্ধজয়ী এই মাটি মহাশক্তিধর
হাজার ছাড়িয়ে আজ লাখ লাখ
ঘর বাঁধে জংলা আর টিলার ওপর।
যেহেতু মানুষ তারা- পুত্র কন্যা ভাই
নিমিষে মাড়াতে দেব মাটির আঙিনা
খুঁজতে যাব না তার গাত্রবর্ণ ভৌগোলিক সীমা
বুকে টেনে বুঝে নেব মানুষের রক্ত আছে কি না।
রোহিঙ্গা রোহিঙ্গা বলে কারা ডাকে তারে
কারা যেন ঊর্ধ্বে তুলে মেলে ধরে ধর্ম-পরিচয়
দুপক্ষের এই ভুলে মানবতা গলে গলে পড়ে
আমি তো মানুষ দেখি, বাঞ্ছা করি মানুষের জয়।
মন্তব্য