মখমল
সাইবেরিয়া থেকে
শীত উড়ে এসে, বাবার শরীরে
বাসা বাঁধছে সুখে।
বাবা ওদের মখমল ভেবে
শরীরময় মেখে নেয়।
পথ
আমাকে নিয়ে হাটছে পথ!
অলিগলি
গ্রাম, শহর, বন্দর।
পথ বাড়ছে মানুষ শূন্য হচ্ছে
মানুষ ফুরোয় পথ ফুরোয় না।
বন্ধু
দুপুরের পেটে খুব খিদে
সূর্যের চৌচির জমি
গিলে খাচ্ছে আস্ত পুকুর।
মাছ গুলো উড়ে চলে যাচ্ছে..
সমুদ্রের পেটে—
কারণ সমুদ্র আকাশের বন্ধু।
মানুষ পাখি ও দিগন্তের ভিন্নতা
খাঁচা ছেড়ে পাখি উড়ে যাচ্ছে দিগন্তে
দীর্ঘ দিগন্ত
মেলে দেয় তার উদারতা।
পাখি উড়ছে
জেরুজালেম হিরোশিমা ফিলিস্তিনের
অফুরন্ত নীলের বুকে—
. তার নিচে মানুষ…
জেরুজালেম হিরোশিমা ফিলিস্তিনে
পাখিদের বন্দি রাখে যারা।
প্রশ্ন
একটা নদীর তীরে আমার মা হাটছে
জল মৎস্য বালুকণা
. তার পদধ্বনিতে অবাক হচ্ছে
আর ভাবছে–মেয়েটি কে?
মেয়েটি আমার মা—
ও নদী তোমার প্রতিবেশীরা জানে না?
মন্তব্য