জলের মতো অখণ্ড একবিন্দু নির্ভুল নিয়মে
খাতার রঙিন পাতা সাজিয়েছি স্বর্ণখণ্ড দিয়ে
মথুরার লক্ষ্মীমূর্তি ডায়েরির উজ্জ্বল রেখায়
লুকিয়ে রেখেছি খুব মৃত-আত্মা শঙ্কাকীর্ণ প্রেম।
টাকাহার মসজিদ নেতাজির ছবি অপযশ
রেখেছি টাকায় গেঁথে, সভাজন নিন্দিলো যতেক
মাছির মতো মানুষ কম্পজ্বরে হাতে রাখে টাকা
আবহাওয়ার ব্যাঙ জাত-পাত সবার প্রিয় সে।
কিলবিল করা পোকা নাড়িভুঁড়ি চূর্ণ করে গেলে
শরীরের শিরশির রুক্ষভাব বিজন প্রান্তরে
লুকিয়ে থাকুক মায়া, প্রতিভার আত্মম্ভরী ক্ষয়
আঙুলে থুথু লাগিয়ে শান দিক রুদ্ধ তরবারি।
সবযুগে ছিল শত্রু, ষড়যন্ত্র, বাহুর দাপট
বিনিশ্চল না হলেও ষড়যন্ত্র বিপন্ন করেছে
স্নিগ্ধোজ্জ্বল প্রেম মূর্ত মনপ্রাণ আত্মার পোশাক
অশুভের স্তর ভেঙে শুনি বৃষ্টি পতনের ধ্বনি।
মন্তব্য