মরণের আগে
শকুনের সামনে বসে আছি যেন মুমূর্ষু গরু
ভনভন মাছি নীল উড়তেছে ধীরে
কে খেলে লাগবে ভালো
ভাবি সন্ধ্যায়
প্রভু—
রাত্রি নামার আগে তুমি পাঠাও কসাই
মরণের আগে যেন মেলে জবাইয়ের সুখ।
আসো
ভাবলাম
তোমারে লিখি দেখা দাও
দাঁড়াও সামনে এসে
দুলে যায় অক্ষর
দুনিয়া অস্থির
ভিড়
চারপাশে জানি তোমারও
অনেক। জানি, এই স্বর
অতদূর, যেতে
যেতে
মুছে, মুছে যায়—একা।
রান্নার মতো
অথচ আমি তোমার অপেক্ষায়
গলে গলে যাচ্ছি চুলায়
বেগুন ভাজির মতো
অথবা
কুমড়ো একা
যেন—
চিংড়ির গুড়ো
সবুজ পালং
গরম তেলের মাঝে
নত হওয়া দেহ, সহনীয় আঁচে।
মন্তব্য