পাথরকুচি
একবার জলের দিকে চেয়ে
একবার নিজের দিকে চেয়ে দেখলাম
যেন এক প্রাচীর পাথর কতকাল
মুখের আভায় লুকিয়েছিল
আজ টুপ করে জলে পড়তেই
হয়ে গেল মায়াময় এক দৃশ্য
জলের আমিটাকে ছুঁয়ে-ছুঁয়ে দেখে
আলতো পরশ বুলিয়ে
অনেক কাঁদলাম, আর ভাবলাম
আমার ভেতর যে অগোচরে এক পাথরকুচি জন্মেছে
আমিও কি জানি!
ভেতর
কখন যে নিজের ভেতর ঢুকে গেছি
কখন যে নিজের ভেতর ঢুকে
নিজেকে খুঁজতে খুঁজতে ক্লান্ত আমিটা
হারিয়ে গিয়েছি বনহরিণের পায়ে
কখন যে নিজে ছুটতে ছুটতে নিজেকে পাইনি
সেই সব সময়
সময় যখন আমার আমার চেয়ে দ্রুতগামী ছিল
সময় যখন আমাকে ছাড়তে অভ্যস্ত হয়ে পড়েছিল
সেই সময়—তুমি যখন তোমাকে খুঁজতে খুঁজতে
আমার ভেতর ঢুকে পড়েছিলে
তারকা
যে বিজয়ী হয়েছে, মঞ্চে দাঁড়ানো
তার মুখ উজ্জ্বল
চোখের তারাগুলো ঠিক নাচছে
পুরস্কারদাতার মুখেরও মিষ্ট হাসি
আর যে ভাষ্যকার কথা বলে ফাটিয়ে দিচ্ছেন
আমার চোখ কান এদের কারও দিকে গেল না
চোখ গেল পাশ্ববর্তিনীর দিকে
সেই সৌরাঙ্গী, যে কোনো লোভ ছাড়াই
পুরস্কারের ট্রফি আর মেডেল বহন করে।