এক.
বুড়িগঙ্গার পাড়ে বয়া পানি মাপি
বরিশালগামী জাহাজগুলা জল ঘোলা কইরা যায়
চাঁদপুরের জাহাজগুলা থাইকা খইসা পড়ে—
চাঁদমনির চোখ, আকাশ তহন
খুঁজতে থাহে আমারে-চান্দের আলোয়
১ কিউসেক
২ কিউসেক
. ৩ কিউসেক…
. কিউসেক কিউসেক
জল বাড়তে থাহে না
. কইমা কইমা যায়
বুড়িগঙ্গার জল কইমা যায়
জল কইমা গ্যালে
গলা শুকাই ওঠে
১ পেগ
. ২ পেগ
. কইরা
খালি কইরা দেই—
ম দে র বো ত ল
দুই.
মদের বোতল ফুরাই গ্যালে
আমার মুতবার ইচ্ছা করে
জিপার খুইলা মুইতা দেই-
বুড়িগঙ্গার জলে…
বুড়িগঙ্গা ভইরা ওঠে
ভইরা ওঠে কি না
. আমি জানি না
কিন্তু
বুঝবার পারি—
. মুতগুলা সাগরে যায় না
মুতগুলা গিয়া জমা হয় পানিমন্ত্রীর বাড়ি
নদীমন্ত্রীর গাও দিয়াও
. মুতের গন্ধ বারায়…
নদী মন্ত্রণালয় কি কইবার পারব
বছরে কতজন
হাগু করে
মুতু করে
. এই বুড়িগঙ্গায়?
তিন.
ছুডু ব্যালায় আমরা ভাবতাম-
ঢাহার ব্যাবাক গু-মুত
বুড়িগঙ্গার মাছগুলা খায়
আর মাছগুলারে খায় ম্যামছাবরা
হুনছি যুক্তিতে আছে-
. গরু ঘাস খায়
. গরুর মাংস হয় ঘাস থাইকা
. মানুষ গরুর মাংস খায়
অর্থাৎ মানুষ ঘাস খায়
সূত্রমতে ঢাহার মানুষ গু-মুত খায়!
এহন দেহি, হেইডা না খালি
বুড়িগঙ্গারেও আইজ গিল্লা খায় ভদ্র পাড়ায়
এইসব ভাববার গিয়া
. গুলাই ওঠে মাথা—
. মাথাডা কাইটা ফালবার মুনচায়
নিজের বইলা কাটবার পারি না—
ঘু র তে ঘু র তে
. বাউকুড়ানির দ্যাশো যাই
বুড়িগঙ্গায় তহন ভাসতে থাহে
তামাম মাইনষের কল্লা!