ফিসফিসানি
নরম সকালে অদৃশ্য ছায়ার ফিসফিসানি হলুদ স্মৃতিপাতার কাছাকাছি,
নাড়ির টান, সবুজের গান-জীবনের জ্যামিতিক বৃত্তের ঠিক মাঝামাঝি।
ওড়ে উড়ুক খয়েরি পাতার ফড়িং। ঘাসের তাঁবুজুড়ে সবুজের সার্কাস
দিনভর অভিনয়ের প্রথাগত বিষাদ থোকাথোকা বিষে বিষাক্ত বিষদাঁত।
লোভের জোড়াচোখের উঠোনে এ কার ছবি? ঠোঁটের কোণে অন্ধ হাসি!
এ জন্যেই কি জ্যোৎস্নাভরা রাতের খোলাবারান্দায় নক্ষত্রের ফিসফিসানি?
এ জন্যেই কি সবুজের সরলতা কেড়ে নিতে হলুদ দুপুরের ফিসফিসানি?
কি অদ্ভুত প্রশ্রয়ের তারতম্য সাদাকালো বিশুদ্ধ স্মৃতির সমাবেশ নিষিদ্ধ।
জন্মদাগের বরফকুচি গলে যায়; জলনটীর ঈর্ষাকাতর যৌবন আগুনঘরে।
দূরগামী বিনয়ের ভাষা জীবনের দূরত্ব জেনে সময় সন্ন্যাসী পিছু নেয়
সবুজের বুকচেরা প্রস্থানের; সেখানেও রহস্যের ফিসফিসানি…
নিমন্ত্রণপত্র
মাগো বুকের বরফ গলে গলে চোখের উঠোনে নদী হেঁটে যায়;
শূন্যতার ঢেউ গোপনে গোপনে বড় হয় ঢের বুকের মধ্যমায়।
মাগো দীর্ঘমেয়াদি আগুনমুখা হাহাকারের ছায়া পালাতে দেয়নি।
দোঁ-আশ মাটির মমতা দিয়েই তো তোমার পাঁজর বাঁধানো
থোকাথোকা স্মৃতিস্বচ্ছলতার আশ্রয়ছায়াতল থেকে বিনম্র প্রণাম।
কিভাবে প্রসারিত করব জীবনের বাঁধনে বাঁধা বসন্ত সকাল?
শোকের বিদীর্ণ পথ মাড়িয়ে সুখের বিনিময়ে বেদনার সম্ভাষণ।
নোনা জলভরা ঘোলাচোখে দেয়ালে ঝুলানো ঝুলন্ত ছবি দেখি-
নেতিয়ে পড়া প্রহরে প্রহরে; তুমি কি সত্যি নীরব নিরুদ্দেশে
তুমি কী সত্যিই চলে গেছ চাঁদের বাড়ি,
কতরাত নির্ঘুম: বালিশ ভিজে যায়…
মাগো হাত উঠিয়ে রোজরাতে তারাকে বলি; মাকে দেখে রেখো।
তবু ঈশ্বরের দাওয়ায় খাওয়ানোর অজুহাতে বাবার ঘুম ভেঙে না,
সবুজ ধানপাতা এখনো অবুঝ ছলনার বাতাসকোলে হেলে পড়ে।
কাকের হৈচৈ ভিড়ে নয় পারলে দেখে যেও; লাল নীল প্রজাপতির বিয়ে।
বুক ও মুখের অল্পস্বল্প গল্প
চেনা মুখ খোঁজার দিনে অচেনা মুখের ভিড়
বেদনায় ভরে যায় বুক; মলিন নিস্তব্ধতায়,
ডানাহীন শাদা রাত্রিপাখির পালকের উঠোনে
মুখ বদলের হলুদ আয়নায় সময়ের বিবর্ণ বয়ান।
হাহাকার ভরা দিনে হাইব্রিড মুখের মিছে মায়ায়
নক্ষত্র খোঁজার চোখ পথ ধরে প্রজাপতি হতে
হতে-হতে হতে পারে না ঘাসফড়িং; ধূলিধূসর স্বপ্ন
ধোঁয়া-ধোঁয়া দুধে ধোয়া চেনা জানার রূঢ় আয়োজন;
যেন পৃথিবীর পথে ঝুলে থাকা সম্পর্কের মতন।
এই মুখ খুঁজিনি ঘোমটার ঘুমডালে
ওই মুখ খুঁজেছি ক্রন্দনের ক্রান্তিকালে।
কত মুখের ভিড়ে কত মুখ ডুবে যায়
কত মুখ দানবপ্রিয় রহস্য নানান,
কত মুখ বায়বীয় পৃথিবীর সমান।