হারিয়ে যাওয়ার আগে
হারিয়ে যাওয়ার আগে বলে যাই:
আমাকে
. কেউ খুঁজবেন না অহেতুক।
ওই পথে কেবল আমিই যাব,
কেউ অযথা আমার পিছু নেবেন না।
এই এক চিরাচরিত স্বভাব আপনাদের
কাছে থাকলে বলেন, দূর হও’ চোখের সামনে থেকে
অথচ হারিয়ে যাওয়ার পর
চোখের জল মুছতে মুছতে বলেন:
এমন করে কোথায় চলে গেলে?
আপনারা চেয়েছিলেন, আমি যেন অন্নধ্বংস না করি।
আপনাদের অন্ন বাঁচাতেই নিরুদ্দেশ
. হলাম।
যেখানে অন্নের ঠিক নেই, নেই ভবিষ্যৎ
সেখানে তো আমি এক পরগাছা
হারিয়ে যাওয়ার জন্যই জন্মেছিলাম…
.
বিশ্রাম
একটু বিশ্রাম দরকার—
চলো জিরিয়ে নেই বটের
. ছায়ায়
সামনে বিস্তর মাঠ,
ওপরে খোলা আকাশ
যে পথ পেরুতে কুকুরও হাঁপিয়ে ওঠে
আমি নগণ্য মানব এক—নই সরীসৃপ।
.
উজাড় হব বলে
আমিও উজাড় হব—তাই আজ সময় গুনছি,
. তুমি তো আঁচল পেতে দাওনি।
সকালের প্রতীক্ষায় দুপুরের হাত ধরে
চলে গেছে সন্ধ্যাও রাত্রির অন্ধকারে,
রাতজাগা পাখিগুলো ডেকেছিল তোমাকে তখন!
হাজারও পথিকের পায়ে-পায়ে খুঁজে চলেছি দু’টি পা,
যে পদযুগল ছুঁয়েছিল
আমার বুকের বামপাশে ঝুলে থাকা বাউল দুপুর।
আমিও উজাড় হব—হৃদয়ের কবাট
খুলে বসে আছি প্রেমের সওদাগর
আসবে কবে আমার আঙিনায় নীল প্রজাপতি?