বার্ডস লাইফ ইন দ্য টাইম অব করোনা
আমাকে বন্দি করে
তুমি উড়ালে ক্যাসোয়ারি বার্ড—
সমগোত্রীয়; তবু মৃত্যু অতিক্রান্ত এক ত্রাস
কিউই হয়ে দেখি
আকাশে উড়ছে তোমার ক্যাসোয়ারি ডানা
খাদ্য নেই, নেই দমের বিন্দু মূল্য প্রভু
তোমাকে প্রদীপ বলে ওরা, আমি বলি নীতিহীন ঋভু৷
প্রেম ও প্রার্থনা
তোমাকে চাইলাম
তুমি কবুল করলে
দরোজা খুলে দেখি—
সিটি অব হ্যাভেন নিয়ে দাঁড়িয়ে আছ তুমি
সেখানে পাহাড় আছে;
তোমার নাম জপতে জপতে তাকে জয় করছি
সেখানে সমুদ্র আছে;
তোমার গান গাইতে গাইতে স্নান করছি…
ঘুম ভেঙে গেলে
সেই সিটি অব হ্যাভেনে কাটানো সময় নিয়ে
আফসোস করতে করতে
নিত্য তোমাকে খুঁজি
এমন স্বপ্ন বাস্তব করার লক্ষ্যে
দুনিয়া থেকে কবরে যাই;
কবরের দরোজা খুলে দেখি—
আমার জন্য খুলে রেখেছো বাব-আল-ইমান৷
পাস্ট টেন্স
সময়—
ইচ্ছে করে; তোমার দৌড় থামিয়ে
ফুলস্টপ করে রাখি
মোহিনীর নৃত্য নিয়ে
ছুটছ যে নরকে
সেদিকে ছুড়ি কিউপিডের তীর
এইসব বিষণ্ণতায়—
অ্যাস্ট্রাপিয়ার ডানায়
স্থির যৌবন দেখতে দেখতে
হয়ে উঠি নস্টালজিক