আমার কথা
প্রেম অলৌকিক ভাবদশা। প্রেম নির্লিপ্ত দশা। প্রেম সত্তাকে চেনার দশা।
আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য যেমন সুষম পুষ্টির দরকার হয়, বিশ্রামের দরকার হয়, ব্যায়ামের দরকার হয়, ঘুমের দরকার হয়, তেমনি আমাদের সত্তাকে অনুভব করার শক্তি অর্জনের জন্যও সুচিন্তা, ইতিবাচক মনোভাব, সঠিক ও উপযুক্ত উপলব্ধি ও প্রেমময়তার দরকার হয়।
নিজের ভেতর নিজের সত্তাকে অনুভব করা, চিনে নেওয়া, তাকে জাগিয়ে রাখা এবং গভীর উপলব্ধির ভেতর দিয়ে তাকে পূর্ণভাবে আমল করার জন্য সহজ মনে, শান্ত মনে একান্তে ধ্যান করা যায়। আপন অন্তরকে জাগানো যায়। গভীর প্রেমের মধ্য দিয়েই গভীর ধ্যান। আত্ম-অনুসন্ধান।
গভীর প্রেমে গভীর বেদনা থাকে। জীবন গহন দরদ ও বেদনা উদযাপনের গভীর আনন্দও।
শ্রীমতি প্রজাপতি রায়
১.
তোমার সাথে দেখা। তুমি ঝলসানো সুন্দর।
ব্রজেশ্বরী তুমি। মায়া ও প্রেমিকা।
আকারে এসেছ। অন্তরে। মন হরে।
মনোহর বৃক্ষ তুমি। গহন বেদনা।
কায়াসঙ্গী তুমি। সাধনা। রূপ ও পরম।
রূপমাত্র বিভীষিকা।
আগুন।
আমি আগুনে ঝাঁপ দিলাম।
২.
তোমার প্রেম মধুর। আমি মধুরস খাই।
বিষের সমান মধুরস।
তোমাকে ভাবি। ভাবতে থাকি মনে ও গোপনে।
তুমি জানো। আড়াল করো। আড়াল বেদনা।
বেদনা ভালোবেসে রাধা ও কৃষ্ণ মিশেছিল
বাতাসে, শ্বাসে, পরস্পরে। প্রেমে।
তুমি রাই অযথাই আছ অভিমানে লুকায়ে বিপিনে।
৩.
তুমি আনন্দময়ী, আদিশক্তি
লীলাবিলাসে জন্মেছ, আহ্লাদিনী
বৃন্দাবন ধামে। মায়ার গোলক।
চিদাকাশে, প্রাণ ও প্রকৃতি তুমি অন্তরঙ্গনা
তুমি ইচ্ছা, দিব্যানন্দ, গোপী ব্রজাঙ্গনা।
সহজ। সরল মন তুমি। প্রাকৃতিক মহিমায়
উড়ে বেড়াও রাধারঙে প্রজাপতি রায়।