অস্থির পেন্ডুলাম
যদিও প্রভাত আসে; সুদীর্ঘ রাতের শেষে ছলকায় প্রাণ—
তবু—
তৃণভূমিজুড়ে ত্রস্তপদ,
হন্টনক্লান্ত পথ,
আদিম পিতাদের ফেলে যাওয়া পথজুড়ে দীর্ঘশ্বাস
শেষ হয় না কখনো কিছু দীর্ঘ প্রতীক্ষার রাত
খুলিমাখা ধুলি, বওলার গুলি, সাঁই সাঁই উড়ে চলা চং
ঘুড়িতে ঘুড়িতে রাখি, সুতো কাটাকাটি,
অম্বরে মেঘেদের ঢং;
বাতাসে বার্তা পাঠায় অস্থির কুশীলব—
লাল নীল খাম, ইতিহাস হলো এক ভুলতে না দেওয়া নাম।
মন্দ্রমুখর সন্ধ্যার পর, উধাও—পৌষের আবেদন
নগর হারিয়েছে নিশি পাওয়া শবনম
ঘিঞ্জি মফস্বল
তবু কুয়াশায় ওড়ে রঙ।
অতিনাগরিক সম্পর্কগুলো সব শরীরকেন্দ্রিক, মোহগ্রস্ত—
প্রতিটি ভালোবাসাময়তাজুড়ে লুকানো মধুমেহ
রতিক্লান্তিহীন দায়সারা সঙ্গমই যেন একেকটা জীবনউন্নয়ন!
নগরায়নের সাম্রাজ্যবাদ চলছে এখন
গ্রামে গ্রামে খুলতে শুরু করেছে টাউটামির শহুরে বাতায়ন।
রসের রসায়ন
পিএইচ ছয় দশমিক ছয়
লালাগ্রন্থি প্রস্তুত
এখনি সময়
শুরু হোক অধর বিনিময়।
তুমুল ক্যালরি ক্ষয়
চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে অক্সিটোসিন
ভালোবাসা নয়।
পলাতক নীরবতা
ঘোর কাটে
আবেগের গতি বেড়ে যায়
চঞ্চল স্নায়ু
গালভরে কোটি কোটি জীবানু বিনিময়।
প্রেমিকের পিস্তল
আমি গুলি করলেও তা গোলাপ হয়ে যায়
প্রেমিক তো এমনই হয়—
যে প্রেমে গোলাগুলি হয় না সেটা কোনো প্রেমই নয়।
তুমি গোলাপ বোঝ না তাই শুধু বুলেট দ্যাখো
গান্ধারীরাগে পাল্টা আঘাত হানো
বান—মারা ব্যাধ সাজো, ঘাসফুলের মায়া বোঝো না—
যদি ভালোবেসে থাকো তবে সুদর্শনা উড়িয়ে আসো
প্রেমিকের পিস্তলে বুক ঠেকিয়ে ট্রিগার চাপো।