সে জন এবং বৃষ্টি
শ্রাবণবেলায় গান গেয়ে যায় কাজল মেঘের বৃষ্টি
বিভোর এমন কার ভাবনায় উদাস হলো দৃষ্টি
কী অভিমান! কাঁদছে বুকে একাকী নিঃশ্চুপ
আজ সারাদিন কার কথাটি পড়ছে মনে খুব?
বৃষ্টিভেজা হিমেল হাওয়ায় খুব চেনা এক গন্ধ
রুম ঝুমা ঝুম নৃত্যকলায় বৃষ্টি তোলে ছন্দ
ডাকছে আমায় কে যেন আজ মোহন বাঁশীর সুরে
বৃষ্টি আমায় যাওগো নিয়ে সেই সে স্বপন পুরে।
সে জন এবং বৃষ্টি দু’জন ভীষণ কাছাকাছি
দূর বনে এক অচিন কেয়া একলা ফুটে আছি।
.
প্রতিশ্রুতি
সময় ও স্বপ্নের অপচয়ে অশ্রুবহ পৃথিবীর চোখ
চাবুক খাওয়া ঘোড়ার মতো ছুটে যায় দিন!
শুধু দৃশ্য আর দৃশ্যান্তর;
ত্রিমাত্রিক বিভ্রমে থমকে যায় রোদমগ্ন জীবনের স্রোত
খুব বেশি সৌভাগ্যের কাঙাল যারা
অভিঘাতশূন্য বহু যুগ ও জীবন খুঁড়ে
ছুঁয়ে থাকে নিষিদ্ধ হাতের আঙুল!
পুরনো অসুখের মতো হতাশাগুলো
মানুষের ভেতর জাগিয়েছে দানব
রক্তের সমর্থনে কে দেবে কাকে সুরক্ষার আশ্রয়?
প্রশ্নটি পৃথিবীর সমবয়সী
আয়ুর কালপূর্তির আগে
পূরণ হবে কি একটিও প্রতিশ্রুতি?
.
জীবন রঙে
অভিজ্ঞতার টার্মিনালে দাঁড়িয়ে একা
আশার চূড়ায় স্বপ্ন কুড়াই আদিম রোদে
সাহস ভরা প্রত্ন আকাশ মুঠোয় নিয়ে
প্রেম-কামিনী ফোটাই শীতল শ্রাবণ ডেকে
স্মৃতির বয়স ছবির ফ্রেমে থাক না ঝুলে
স্বপ্নমায়ায় ঘড়ির কাঁটা যাক না ঘুরে
বিন্যাসী মন জটিল স্বভাব প্রকার ভুলে
সারিয়ে তুলি মুমূর্ষু দিন যত্ন করে
অনুভূতির অন্তঃপুরে দু’চোখ জ্বেলে
ক্লান্তিহীন এক যাত্রাপথে যাচ্ছি হেঁটে
কালের পথে পঙ্ক্তি কুড়াই নীরব কবি
রূপকথা নয়, আঁকব ছবি জীবন রঙে…