বাড়ি
দুঃখ খোঁজে একটা নিঃসঙ্গ বাড়ি। বেদেনি জটলায় কোনো বাড়ি নেই; ভাঁজে ক্ষুধা এবং পাকস্থলী ফিনফিনে হাওয়ায় সর্বগ্রাসী পাকোড়া, লুচি ও আলু তরকারির মিশেলে মেরিনেট হতে থাকে কালবৈশাখ। ঘ্রাণে মৌ মৌ চারপাশে খুঁটিসমেত আঙিনা
. ছুঁ মন্তর
. মিলিয়ে যাচ্ছে;
. চাল এবং ডাল।
. সেদ্ধ ভাপে,
. রতি প্রেমে মশগুল
টবে ও টোটেমে ঝিরিঝিরি লংমার্চ
কফি শপ, কফি মগে ঠোঁটের পাণ্ডুলিপি
কবজিঘেঁষা উনুনে অন্তরীক্ষ খোমেন
হরিলুট বাহানায়, স্বপ্নের কাছারি আগল রেখে
ফিরে আসে অবন্তিকা ভূমে…
নিশিযাপন
এক.
ফুলের কানে মুখ লাগিয়ে
. বলে দিলাম
মৃত্যুতে বিশ্বাস নেই
রোজ ফুটতে চাই ;
যার তার বাগানে।
দুই.
পাখির চোখে কাঁচের আয়না,
চড়ুই উড়ছে—
হাততালি কেটে বিকেলের খোঁটে
পাথরের বাটি শ্যামা পরীর আচলা ছেঁড়া রঙে
ছড়িয়ে দিচ্ছে গারদের খড়কুটো
টুট
বা
হা
না
য়
হেলছে ৯০°_২°`…
কেবল মেকার
এক.
এরপর উনছে—
চাল চেলে যাচ্ছে গুটি
কেবল মেকার রিমোট বাটন চেপে ধরতে চাইছে মিডিয়া সংগীত।
মহারাজ,
ছড়ি ঘোরানো বন্ধ করুন
অন্দর ইতিহাস হেরেমের খোঁজায় রূপ নিচ্ছে।
দুই.
আমাকে ভাঙতে এসে
নিজেই ভেঙে টুকরো হলো;
রোদ্দুর, পলিশি স্বভাব নিয়ে;
সটান নাচ ঘরে,
যে পারে সে নাচে
পাশা খেলায় বিবি জিতে যায়
আবীরের করাতে কাটে
দোয়েলের শিস
কোকিলের কুহু
পুরুষ জুয়াড়ি খোটে হারিয়ে ফ্যালে
কানপাশাসমেত বউ।