নির্বাচিত কল্পনার শহরে একটু বেঁকে গিয়ে নদীটা ঘুরিয়েছে ঘাড়, পালতোলা নৌকায় তোমার ভীষণ সখ হয় উঠবার- লণ্ঠনের আলোয় বসে বড়শিতে বোয়াল বেঁধে হতে চাইনি কখনো শিকারির চিৎকার, দিবালোকের মতো সত্য আহ্লাদে সম্মতি তুমি দাও পালতোলা নৌকায় তোমার ভীষণ সখ উঠবার! মন্তব্য রবু শেঠ