অবাধ্য জোছনায় ওড়ে তোমার মুখ
দিনশেষে রাতের প্রহরে মিশে যায় হেমন্তের সোনারঙ। অবাধ্য জোছনা মেখে হাওয়ায় ওড়ে তোমার মুখ। মৃত্তিকার শরীর ছুঁয়ে ডেকে যায় আমাকে বহুদূর থেকে—শস্যের অভাবিত মায়া; সবুজ মেঠোপথে বার বার একান্ত প্রার্থনায় বসে অবনত সাধ। ফলবতী বৃক্ষের আর্তনাদে জেগে থাকা স্বপ্নশিশু বর্ণিলপ্রভায় উড়ে উড়ে ফেরার প্রস্তুতি মাখে; নিশিথ-ঐশ্বর্য তবু অস্পৃশ্য মেঘের দেহ জুড়েÑজলের সাঁতারে জেগে ওঠে কুয়াশা চাঁদ ঘুমন্ত মাছেদের চোখের ভূগোলে…বৃষ্টি ভেজা অবাধ্য জোছনায় হেঁটে হেঁটে বুঝেছি, বহুকাল পরÑ কবিরা কেবলি নিমগ্ন থাকে শব্দ বিহারে…
আমার একান্ত পৃথিবী অন্ধকার ক্যানভাসে লিখে রাখে ধ্বস্তজীবনের রেখাচিত্র! সমান্তরাল চোখে এখন ভেসে ওঠে অর্চনা বিলাসি ঘুম; গোপন সংলাপচিত্র দীর্ঘতর হলে রাতের কুহক যাপিত দৃশ্য বর্ণনায় মেতে থাকে রোজ। প্রজাপতি বিকেল এবং নীল ময়ূরের খসে যাওয়া পালক মেধাবী ক্ষরণ ভুলে এখনো হাওয়ার ওড়ায় তোমার মুখ এবং ছায়াচিত্র…
দেহের গুঞ্জনে ফোটে পাতার সনেট
নিভাঁজ দুপুরের আমন্ত্রণে ধ্যানমগ্ন বাল্মীকি জীবন, কত আর বয়ে বেড়াইÑ হিতোপদেশ তুলে রাখি শীর্ষমহলের সবুজ চূড়ায়। আমার নগণ্যবিদ্যা গিলগিমেশ ছুঁয়ে প্রভাত স্নানে হাঁটে রোজ, জ্ঞানকাণ্ডে তবু মোহন সুর, অজস্র মাতাল রাতের বাঁশি! ক্রন্দনও মধুময় হয় পর্বান্তরে, বুঝে যায় বিনীত চাঁদ—স্বর্ণমুদ্রায় আগলে রাখা জ্যোৎস্নার সংসারে! যাপনের অগ্নিযজ্ঞে, কত আর পালকের গন্ধ ঢেলে—অভিজ্ঞান লিখি!
কামের চিত্রকলায় থরোথরো দেহে নাচে প্রজনন ঘ্রাণ, লাজুক ঘাসের পাঠশালায় তারই পাঠ বুঝে নেয়—সাতকাণ্ডের অন্ধ ভূগোল! বাল্মীকি সন্ধ্যার আবির মেখে দেহের গুঞ্জনে ফোটে পাতার সনেট। রাবণের একচোখা নীতি তবু সান্ত্ব—না খোঁজে—পাতাল অভিমানে।
নিঃশব্দে বেজে যাও
বুকের ওমঘরে জেগে আছে কারুজ দিন—চেতনা ছুঁয়ে নিঃশব্দে বেজে যাও। বাসন্তি সরলতায় কণ্ঠে ধারণ করো আগত রাগিণী, আহামরি রাগত স্বর- বিভাজিত দৃশ্য পরম্পরায় হেসে যাক, ভেসে যাক। পাশবালিশের তরুণ বৈভব আর রূপশালী ধানের অক্ষরে লিখে রাখা দিন বাতাসের কপোলে এঁকে যাক দ্রোহের চুমু। গভীর অতীত থেকে তুলে নিয়ে মিছিলের স্রোত, আঁচলে জড়াও, আঙুলে ছড়াও। জলহীন ক্ষেতের পাশে দাঁড়িয়ে শোনো বিনিদ্র দোয়েলের শিস আর তীব্র গুঞ্জন তোলো জনারণ্যে। ইতিহাস বয়ে যাও একবিন্দু আদুরে নদী, প্রিয়নামে হও দীর্ঘজীবী…
স্বেচ্ছাসনদ তুলে নিয়ে মাঝরাতে জেগে থাক জলের স্পর্ধা, উজান সমুদ্র ঘিরে এই ব-দ্বীপ কিনে নাও রক্তের দামে। বর্ণমালায় চেতনা সাজিয়ে নিঃশব্দে বেজে যাও, বেজে যাও…