কোথায় যেতে চাও আজ
মনের মধ্যে বেয়াড়া বসন্তের গান বাজে কি?
উড়িয়ে দাও মহাসমুদ্র কোলাহলে
মানুষ কোলাহল ভালোবাসে।
জানো তো,মানুষ অপর মানুষকেও ভালোবাসে…
এই ভালোবাসার নাম জীবন, ম-হা-জী-ব-ন।
শুধু একজন নয়,একজীবনে বহু ভিন্ন নারী ও পুরুষ
রহস্য-মদির অতি প্রিয় ঐ শব্দটি শোনাতে চায়,
ভালোবাসি’, আমি ভালোবাসি তোমায়—
বার বার শ্রবণে ও হৃদয়ে নিমগ্ন বাজে সেই বাঁশি…
এই দোষ যদি পুরুষের জন্যে শক্তি
ও সাহসের অমিত পরিচয়ে দীপ্ত হয়ে ওঠে,
তবে নারীর জন্যে কেন নয়?
পুরুষ-বিচারক সভা কি আজো দুয়ো দেবে—
বিল গেটসের প্রাক্তনা মেলিন্ডাকে
ইদানীং জাস্টিন ট্রুডোর অর্ধাঙ্গিনী সোফিকে?
দুজনেই তো নামগোত্রহীন মিসেস
পরিচয়ে পাশে ছিল,দারুণ সুখে ছিল
পুরুষতন্ত্রের দখলবাদের মুখোশ পরে
নারী তার, সামান্য ইচ্ছের কথা
যেই না বলেছে, একজন মানুষরূপে
হায়-হায়-যায়-যায় রবে মেতেছে চারপাশ,
সামান্য বিচ্ছেদে রসাতলে যাবে কি পুরুষ-পুঙ্গব?
এতটাই হীন-দীন এবং দুর্বল চিত্ত সিংহ
এ কী কথা শুনি তবে মহাশক্তিধরের মুখে?
একজন পৃথিবী পাল্টে দেওয়া অর্থ-প্রতিভা
অপরজন অতি মানবিক রাষ্ট্রপ্রধান,
কোটি প্রাণের অন্তরে আছেন তারা জেগে
নিঃসন্দেহে দুজনেই দারুণ কর্মব্যস্ত মানুষ—
শক্তিধর পুরুষ হলেও তবু তো সে মানুষ…
পাশে শায়িত মানুষটির খবর কি নেবে না?
অর্থ-বিত্ত আর শক্তির প্রখর রোদে যে
পুড়ে পুড়ে ছাই হতে শেখেনি।
সদা দ্যাখে দূরে,কাছে দ্যাখে না যে পরাক্রান্ত মোহ
স্ত্রীর ইচ্ছে অনিচ্ছার থাকে কি কোনো মূল্য,
বলুন তো?