নাচওয়ালি
নাচদুয়ার খুলে নাচওয়ালি
. নাচতে থাকে!
নৃত্যশালা ভরে গিয়েছে সন্ধ্যাবেলা
রাত বাড়লে আরও ভিড়
. সামাল দেবে কে?
নগরপিতা সে-ও পাগল
ঘুণ্টি ঘরে একলা থাকা দারোয়ানও
ভিড়ের মাঝে!
ছোকরা কিছু পথের ধারে ছিল
তারাও এসে ভিড় করেছে!
কী নাচে নাচওয়ালি?
. মাতিয়ে তুলে কাঁপিয়ে তুলে
বাঘের মুখে উঠিয়ে দেবে
টের পাবে না—
. সে কি শুধুই নাচওয়ালি?
সে তো বনের বাঘওয়ালি!
নিমখুন
নিমখুনে নিমগ্ন তুমি
আমি মৃতপ্রায়
. —মরছি না!
আমার ভূমিও রক্তাক্ত!
পুরোপুরি খুনের বদলে
অর্ধখুনের যন্ত্রণা নিয়ে
. বাঁচা দুর্বিষহ!
কী ভয়াবহ নিমজ্জন!
সংক্রমণ-ভাইরাসে থাকি
এরমধ্যে চিকিৎসা রহিত!
আগে যে আনন্দ বহতা ছিল
. তা স্থগিত!
পুরো খুন করো—
আধা খুনে আধা মৃত হয়ে
. বাঁচাটা সম্ভব নয়!
প্রতিমুহূর্তে মৃত্যু-ভয়
. তা আরও যন্ত্রণাময়!
উদাসীনতা
আপনার ঘরের ট্যাপ থেকে
. —পানি পড়ছে
আপনি তা দেখেও—তা বন্ধ করছেন না!
আপনি তা জেনেও—তা বন্ধ করছেন না!
ট্যাপ খুলে রাখছেন—
. বালতি ভরে যাওয়ার পরও
. বন্ধ করছেন না!
ভাবছেন—আমার তো নির্দিষ্ট পয়সার বেশি
আর পয়সা দিতে হবে না—
পানির যে অপচয় হচ্ছে
. তা জেনেও—তা মেনেও
নড়নচড়ন নেই—আপনি নির্বিকার!
. আপনার কী আকার?
আর এভাবে উদাসীনতার নাইলনের সুতো দিয়ে
নিজের স্যুয়েটার তৈরি করে ভাবছেন—
. শীতে তো আপনার শীত লাগবে না!
পরস্পরের প্রতি পরস্পরের দায়বোধ
. এভাবে চলতে পারে?
আর পারে না বলেই পানি ছাড়া—
একটা ঝুমকোজবার গাছ শুকিয়ে যাচ্ছে কাছেই!